রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই
রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

গোদাগাড়ী প্রতিনিধি, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার বিকেলে উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের রামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামে দুই পুলিশ সদস্যকে মারধরের পর অবরুদ্ধও করে রাখা হয়েছিল।

পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এরপর তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

গোদাগাড়ীর আহত দু’পুলিশ সদস্য হলেন গোদাগাড়ী মডেল থানার এসআই মনিরুল ইসলাম এবং এএসআই মাসুদুর রহমান।

পুলিশের গোদাগাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, তিনজন পুলিশ সদস্য রামপাড়া গ্রামে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করতে যান। তারা আসামিকে গ্রেফতারের পর মোটরসাইকেলেও তুলে নেন।

এসময় ১০-১২ ব্যক্তি অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেন। এরপর এসআই মনিরুল ও এএসআই মাসুদুরকে অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত ফোর্স গিয়ে অবরুদ্ধ দু’পুলিশকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার জন্য তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করা হয়েছে।

গোদাগাড়ী থানা পুলিশ জানায়, ছিনিয়ে নেয়া আসামিকে শুক্রবার রাত পৌনে ৮টা পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তাকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের হয়েছে।

Ref: bdnews


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.