Rajshahi-Drugs-Mystery.jpg
রাজশাহী সীমান্তে ফেন্সিডিলের পরিবর্তে আসছে পাউডার

রাজশাহী সীমান্তে ফেন্সিডিলের পরিবর্তে আসছে পাউডার

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

সম্রাট, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীর সোনাইকান্দি,হরিপুর, খড়চকা, রাজাবাড়ি, বিদিরপুর, মতিহার থানা এলাকার মিজানের মোড়ের পদ্মার চর, শ্যামপুর বালুরঘাট,এলাকায় ফেনসিডিল আসছেনা বরং  এবার আসছে ফেনসিডিল তৈরির পাউডার। কোডিন ফসফেট নামের ওই পাউডারের দাম প্রায় হেরোইনের সমান। মাত্র ৫০ গ্রাম পাউডার দিয়ে তৈরি করা যায় অন্তত ৫০০ বোতল ফেনসিডিল। আর এই ফেন্সিডিল খেয়ে গেল চলতি মাসে রাজশাহীতে প্রায় ৩৫ জন ফেন্সিডিল মাদকসেবী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গোপনে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের একটি সূত্র। 

 

তবে অসুস্থ রোগীদের নাম এক্ষেত্র প্রকাশ করেনি সূত্রটি। তবে এসকল ফেন্সিডিল সেবী অধিকাংশ ক্ষেত্রে পেটের পীড়া নিয়ে রামেকে চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে গোপনে মাদক ব্যবসায়ীদের একটি সূত্র থেকে জানা গেছে মূলত রাজশাহীর বিভিন্ন বর্ডারে কাচাঁমাল থেকে অদক্ষ হাতে তৈরি এই নিষিদ্ধ ফেন্সিডিল খেয়ে অসুস্থ হয়ে পড়ছে যুব সমাজের একাংশ। তবে বিশ্লেষকরা বলছেন এখনই সময় লাগাম টেনে ধরার।

 

সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ রহনপুরে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে তার কাছ থেকে ৩০৯ বোতল ফেনসিডিল, বিপুল তরল ফেনসিডিল, ফেনসিডিলের লেবেল, কর্ক, ফেনসিডিল তৈরির পাউডার এবং রাসায়নিক দ্রব্য উদ্ধার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরই সূত্র ধরে জানা যায়,   স্পিরিট, চিনির পানি, কোডিন ফসফেট ও কর্পূর জাতীয় একটি পদার্থ মিশিয়ে ফেনসিডিল তৈরি করা হয়।  রাজশাহী জেলার ভারতীয় সীমান্ত এলাকায় এরূপ ১০/১৫ টি  ফেনসিডিল কারখানা গোপনে তৈরি  হয়েছে। ওই সব কারখানায় তৈরি ফেনসিডিল সীমান্ত পার করে বাংলাদেশে নিয়ে আসছে আমাদের দেশের মাদক বিক্রেতারা। 

 

Phensedyl-Syrup.jpg
আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলের পরিবর্তে আসছে ফেন্সিডিলের পাউডার

 

এমনকি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং আইন প্রয়োগকারী সংস্খার সদস্যদেরও অনেকে সহজে এই পাউডার শনাক্ত করতে সক্ষম নন বলে একটি সূত্র জানায়। এই পাউডার আটকের বিষয়টি অনেককেই বিস্মিত করেছে। অনেকেরই আগে জানা ছিল না ফেনসিডিলের মূল উপাদান কোডিন ফসফেটের মূল্য সম্পর্কে। এই পাউডারের সাথে অন্যান্য উপকরণের মধ্যে রয়েছে চিনির ঘন সিরা, স্পিরিট ও কর্পূরের মতো একটি পদার্থ। সূত্র জানায়, বাংলাদেশে যারা এই উপাদান দিয়ে ফেনসিডিল তৈরি করছে তাদের হাতে-কলমে কোনো শিক্ষা নেই। ফলে তারা অনেক ক্ষেত্রে কোডিন ও স্পিরিটের মাত্রা এত বেশি দিয়ে থাকে যে তাতে নেশাখোররা অল্প সময়ের মধ্যে নানা রোগে আক্রান্ত হয়ে পড়ছে।। 

 

এদিকে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইন্সপেক্টর আবু রায়হান উত্তরবঙ্গ প্রতিদিনকে দেয়া এক সাক্ষাৎকারে জানান , কোডিন বাংলাদেশে পুরোপুরি নিষিদ্ধ। এটি তৈরি হয় আফিম থেকে। এটি দেশের বাইরে থেকেই নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, কোডিন পাউডার বাংলাদেশে আনকমন একটি আইটেম। অতীতে দেখা গেছে তরল ফেনসিডিল নিয়ে এসে তা বোতলজাত করে মাদক মার্কেটে সরবরাহ করা হতো। আগে যে ফেনসিডিল তৈরি হতো তাতে কোডিন ব্যবহার করা হতো না। বর্তমানে নেশা তৈরির জন্যই এটি ব্যবহার হচ্ছে। কোডিন ফসফেট নামের ওই পাউডারের দাম প্রায় হেরোইনের সমান। মাত্র ৫০ গ্রাম পাউডার দিয়ে তৈরি করা যায় অন্তত ৫০০ বোতল ফেনসিডিল। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি সফল অভিযান চালিয়েছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে।

 

 

কিন্তু র‌্যাব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কাছে পাউডারটির উৎস উন্মোচন হলেও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কোডিন ফসফেট নামের ওই পাউডার সনাক্ত করতে সক্ষম নয়। কেননা কোডিন ফসফেট নামের ওই পাউডার সম্পর্কে এখনোও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাছে নেই কোন তথ্য। অনেক সময় এই পাউডার জনসম্মুখে  রাজশাহী থেকে ঢাকা বহন করলেও তা ফসফেট কিংবা হোমিও পাউডার বলে চালিয়ে দেয়া হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে গত ৫ বছর ধরে কোডিন ফসফেট নামের ওই পাউডার জনসম্মুখে বহন ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ হয়েছে দেশের বিভিন্ন আনাচে কানাচে। 

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুসারে – কোডিন ফসফেট নামের ওই পাউডার সম্পর্কে বিন্দুমাত্র ধারনা নেই রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মত বাহিনীর কাছে। 

 

তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর  জানাচ্ছেন – নতুন মাদক আইস ও কোডিন ফসফেট নামের পাউডারের বিষয়ে  রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সকল বিভাগ যেমন ডিবি, সিটিএসবি, সিআরটি বিভাগকে এখনই সম্যক ধারনা নেয়া উচিৎ। এতে মাদক কিংবা মাদক সংশ্লিষ্ট পদার্থগুলো সহজেই সনাক্ত করতে পারবেন  আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।এতে একদিকে যেমন মাদক নিয়ন্ত্রণ হবে অন্যদিকে যুবসমাজ রক্ষা পাবে মাদকের ভয়াবহ ছোবল থেকে।


 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.