Law-Minister-Anisul-Huq
ডিসেম্বর বা জানুয়ারীতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে

ডিসেম্বর বা জানুয়ারীতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, উত্তরবঙ্গ প্রতিদিন ::ষড়যন্ত্রকারীরা শেখ হাসিনাকে ২০ বার হত্যা করতে চেয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এখনও তাকে হত্যার ষড়যন্ত্র চলছে। সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে। তিনি বলেন, ১৯৭৫ সালে কতিপয় মোশতাক বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিলো। দীর্ঘ ২১ বছর পর শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশটাকে মর্যাদার আসনে বসিয়েছে। দেশ এখন সারা বিশ্বে মর্যাদার আসনে আসীন। চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা গ্রামে ১৯১৮ সালে প্রতিষ্ঠিত প্রাচীন বিদ্যাপীঠ যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

 

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বাংলাদেশকে যারা বিশ্বাস করে না, যারা রাজনীতি করতে চায়, বাংলাদেশের মানুষকে শোষণ করতে চায়, যারা বাংলাদেশের মানুষকে আগুন সন্ত্রাসের মাধ্যমে হত্যা করে তাদের প্রত্যাখ্যান করুন। এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলের পক্ষে ভোট চান।  উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট চান। আইনমন্ত্রী শতবর্ষী যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নেরও আশ্বাস দেন

আইনমন্ত্রী আনিসুল হক
আইনমন্ত্রী আনিসুল হক

 

উক্ত সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.