Pakistan's former Prime Minister Imran Khan was shot dead
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক রিপোর্ট, উত্তরবঙ্গ প্রতিদিন :: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন। পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।ঘটনার পরপরই টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ফাওয়াদ বলেন, ‘হামলায় সিনেটর ফয়সাল জাভেদ ও আহমেদ চাট্টাসহ ৩ জন আহত হয়েছেন। একে দুঃখজনক ও কাপুরুষোচিত হামলা বলে আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভী। এক টুইটে এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান তিনি। আগাম নির্বাচনের দাবিতে গত শুক্রবার করাচি থেকে রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে লংমার্চ শুরু করেন ইমরান খান। এই লংমার্চে কন্টেইনার ব্যবহার করে বিশেষ গাড়ি তৈরি করা হয়েছে। এই গাড়িতে যাত্রা করেন ইমরান খান।

 

 

 

পিটিআই  প্রতিবেদনে বলা হয়েছে, গুলি ছোড়ার পরই উপস্থিত জনগণের হাতে ধরা পড়ে ওই যুবক। সেখানে তাকে গণপিটুনি দেয় ক্ষুব্ধ জনতা। এরপরই পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় থানায়। পুলিশ বলছে, ওই যুবক একাই এ হামলা চালিয়েছে। তবে এর সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

 

 

 

 

এর আগে, বৃহস্পতিবার (৩ অক্টোবর) পাঞ্জাবের ওয়াজিরাবাদে একটি বিক্ষোভ মিছিলে ইমরান খানকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে পায়ে গুলিবিদ্ধ হন তিনি। সেই সাথে আহত হন আরও বেশ কয়েকজন নেতাকর্মী। তবে আপাতত বিপদ মুক্ত ইমরান খান। সমর্থকরা বলছেন, তাকে হত্যার জন্যই গুলি ছোড়া হয়।

https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//www.youtube.com/watch?v=VR1HSFxvG3k


International  News Source & Ref : CNN।  BBC।  AL-JaziraAPNY TIMESGoogle News।  Yahoo news ।  Bing news  shortlink: afp

উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.