pakistani_army_arrested_in_jammu_and_kashmir_militancy
জম্মু-কাশ্মির জঙ্গিবাদে পাকিস্তানি সেনা গ্রেফতার

জম্মু-কাশ্মির জঙ্গিবাদে পাকিস্তানি সেনা গ্রেফতার

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক রিপোর্ট, উত্তরবঙ্গ প্রতিদিন ::  ভারতীয় ভূখণ্ডে জঙ্গিবাদের পেছনে পাকিস্তানি সেনাবাহিনীর অর্থায়নের সম্পৃক্ততা পাওয়া গেছে। জম্মু সীমান্তে আটক এক জঙ্গির স্বীকারোক্তিতে ভারতে জঙ্গিবাদের পেছনে পাকিস্তান সামরিক বাহিনীর সম্পর্কের তথ্য বেরিয়ে আসে। সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃত জঙ্গি তাবারাক হুসেইন বর্তমানে ভারতীয় সামরিক চিকিৎসা ব্যবস্থার অধীনে রয়েছে। সামরিক বাহিনীর চিকিৎসকরা তাকে অত্যন্ত গুরুতর অবস্থা থেকে সারিয়ে তোলেন। সামরিক বাহিনীর চিকিৎসক রাজিভ নায়ের বলেন, বর্তমানে তার জীবন আশংকামুক্ত রয়েছে। 

 

পাকিস্তান অধ্যুষিত কাশ্মিরের কোটলি জেলার সাবকোটজ গ্রামের বাসিন্দা তাবারাক হুসেইনের শারীরিক অবস্থার উন্নতি ঘটলে তিনি বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)কে বলেন, তিনিসহ আরও তিন-চারজনকে একটি আত্মঘাতী হামলায় পাঠানো হয়। পাকিস্তানি কর্ণেল ইউনুস চৌধুরী তাদের এই হামলার অর্থায়ন করেন। রাজৌরি জেলার নউশেরা সেক্টরে লাইন অব কন্ট্রোল (এলওসি) অতিক্রম করবার সময় ভারতীয় সৈন্যদের ওপর হামলার পরিকল্পনা করা হয়। কিন্তু হামলার আগেই হুসেইন গুলিবিদ্ধ হন। এমন সময় তার সহযোগীরা পালিয়ে যায়।

 

তাদেরই ওপর হামলা করতে আসা জঙ্গিকে চিকিৎসা প্রদানের ব্যাপারে জিজ্ঞেস করা হলে নায়ের বলেন, আমাদের কাছে যারা আসে তাদের পরিচয় রোগী। তিনি আরও বলেন, হুসেইনকে বাঁচাতে ভারতীয় সৈন্যরা রক্তদান পর্যন্ত করেছে।প্রতিরক্ষা বাহিনীর ভাষ্যমতে, গত ৪৮ ঘণ্টায় রাজৌরি জেলার নউশেরা সেক্টরে সীমান্তে দুটি বড় অনুপ্রবেশের প্রচেষ্টা রুখে দেওয়া হয়।

 

 

রবিবার (২১ আগস্ট), সতর্ক সৈন্যরা নাউশের সেক্টরে সীমান্তের ভারতীয় পাশে সন্ত্রাসী কর্মকাণ্ড লক্ষ্য করে। হামলাচলাকালীন সময়ে দুই জঙ্গি পাকিস্তানের ঘন জঙ্গল দিয়ে পালিয়ে যায়। আহত এক জঙ্গিকে উদ্ধার করে অস্ত্রোপচার করা হয়। যার পরিচয় পরবর্তীতে তাবারাক হুসেইন ও বিস্তারিত জানা যায়। জিজ্ঞাসাবাদে হুসেইন বলেন, তাকে ৩০ হাজার পাকিস্তানি রূপি প্রদান করা হয়।


International  News Source & Ref : CNN।  BBC।  AL-JaziraAPNY TIMESGoogle News।  Yahoo news ।  Bing news  shortlink:

উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.