padma_press_club_1st_anniversary
বর্নাঢ্য আয়োজনে পালিত হলো রাজশাহী পদ্মা প্রেসক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী

বর্নাঢ্য আয়োজনে পালিত হলো রাজশাহী পদ্মা প্রেসক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: বর্নাঢ্য আয়োজনে পালিত হয়েছে রাজশাহী পদ্মা প্রেসক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ শনিবার রাত ৮ টার সময় রাজশাহী মহানগরীর অনুরাগ কমিউনিটি সেন্টারে রাজশাহী পদ্মা প্রেসক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

 

 

এর আগে বিকাল ৫ টার সময় রাজশাহী পদ্মা প্রেসক্লাবের উদ্যোগে সভাপতি এহেসান হাবিব তারার নেতৃত্বে ক্লাবের সকল সদস্যদের অংশগ্রহণে একটি মটরসাইকেল শোভা যাত্রা ও র‍্যালী বের হয়ে। এই সময় র‍্যালীটি রাজশাহী মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে অনুরাগ কমিউনিটি সেন্টারে সমবেত হয়।

 

 

এরপর রাত ৮ টার সময় কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন সন্মানিত বিশেষ অতিথি ও সাংবাদিকবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন রাজশাহীর প্রবীন সাংবাদিক ও ইলেকট্রনিক্স মিডিয়া এটিএন বাংলার ষ্টাফ রিপোর্টার জনাব সুজাউদ্দিন ছোটন, বাংলা ভিশন চ্যানেলের  ব্যুরো প্রধান পরিতোষ আদিত্য,  মাই টিভি চ্যানেলের ব্যুরো প্রধান শাহরিয়ার অন্তু, দৈনিক সমাচার পত্রিকার ব্যুরো প্রধান আবুল কালাম আজাদ, দৈনিক নববানী পত্রিকার স্টাফ রিপোর্টার রুবেল, বাংলার জনপদের তোফায়েল আহম্মেদ,  রাজশাহী পদ্মা প্রেসক্লাবের সভাপতি ও জনতার কথা পত্রিকার সম্পাদক এহেসান হাবীব তারা, রাজশাহী পদ্মা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও উত্তরবঙ্গ প্রতিদিন পত্রিকার প্রধান সম্পাদক এম.এ.হাবীব জুয়েল।

 

 

এসময় রাজশাহী পদ্মা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ সভাপতি এহেসান হাবীব তারার হাতে সন্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন।

 

 

উক্ত অনুষ্ঠানের অতিথি ও সিনিয়র সাংবাদিকবৃন্দ তাদের মূল্যবান বক্তব্যে জানান – সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষন চালুসহ সাংবাদিকদের সাংবাদিকতাকে শক্তি প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে সমাজের সঠিক চিত্র তুলে ধরতে হবে । এছাড়াও জনপ্রিয়তার জন্য নয় বরং মানুষের কল্যাণে সাংবাদিকতা করতে হবে তবেই সাংবাদিক ও সাংবাদিকতা মূল্যায়িত হবে। 

 

তারা আরও বলেন – সাংবাদিকতার মূল বিষয়ই হচ্ছে বস্তুনিষ্ঠতা। সমাজে যেখানে অসংগতি, দুর্নীতি ও সমস্যা আছে- সেসব জাতির সামনে সাংবাদিকদের তুলে ধরতে হবে। পাশাপাশি যত ইতিবাচক দিক আছে, যত শক্তি ও অনুপ্রেরণার উৎস আছে, সেগুলোও মানুষের সামনে উপস্থাপন করতে হবে যেন প্রত্যেকটি মানুষ উদ্বুদ্ধ হয়।

 

padma_press_club_1st_anniversary2024
রাজশাহী পদ্মা প্রেসক্লাবের সদস্যবৃন্দ

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তরবঙ্গ প্রতিদিন পত্রিকার প্রধান সম্পাদক ও রাজশাহী পদ্মা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা  এম.এ.হাবিব জুয়েল। 

 

উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, দৈনিক সময়ের কাগজের ষ্টাফ রিপোর্টার অভিলাস দাস তমাল, দৈনিক চৌকস পত্রিকার জেলা প্রতিনিধি আফতাবুল আলম, দৈনিক চৌকস পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি রাজিব খান, দৈনিক স্বতকন্ঠ পত্রিকার রাজশাহী মহানগর প্রতিনিধি ফজলে হাবীব সৌরভ, উত্তরবঙ্গ প্রতিদিন পত্রিকার প্রকাশক ফাহমিদা হাবীব খান, দৈনিক ঢাকার ডাক পত্রিকার সৈয়দ আব্দুল হালিম,দৈনিক শ্যাম বাজার পত্রিকার ব্যুরো চীফ মশিউর রহমান ফিরোজ,দৈনিক নববানী পত্রিকার স্টাফ রিপোর্টার হাসান, সাপ্তাহিক পত্রিকা বাংলার বিবেকের ফটো জার্নালিস্ট মোমিন, দৈনিক বর্তমান খবরের ফয়সাল আহম্মেদ, জনতার কথার ষ্টাফ রিপোর্টার মিশেল মন্ডলসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ। 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.