Nora questioned in case of money laundering of controversial businessman Sukesh
বিতর্কিত ব্যবসায়ী সুকেশের অর্থ পাচার মামলায় নোরাকে জিজ্ঞাসাবাদ

বিতর্কিত ব্যবসায়ী সুকেশের অর্থ পাচার মামলায় নোরাকে জিজ্ঞাসাবাদ

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

বিনোদন প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: ব্যবসায়ী সুকেশ চন্দ্র শেখরের ২০০ কোটি রুপির আর্থিক অনিয়মের মামলায় এবার বলিউড তারকা নোরা ফতেহিকে জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশ। এর আগে একই অভিযোগে পুলিশের মুখোমুখি হয়েছিলেন আরেক তারকা জ্যাকলিন ফার্নান্ডেজ। শনিবার এনডিটিভি‘র খবরে বলা হয়েছে, মূলত ব্যবসায়ী সুকেশ চন্দ্র শেখরের সাথে ঘনিষ্ঠতা থাকার কারনেই এই দুই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। গত বছরও নোরাকে এই মামলায় জিজ্ঞাসাবাদ করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

 

 

 

এর আগে চেন্নাই নিবাসী সুকেশ চন্দ্র শেখরের বিরুদ্ধে মামলা করেছিলেন দিল্লির এক ব্যবসায়ী। অভিযোগ ছিল, এক বছরে তার থেকে ২০০ কোটি টাকা প্রতারণা করেছে সুকেশ চন্দ্র শেখর। সেই মামলাতে ডেকে পাঠানো হয়েছিল এই দুই অভিনেত্রীকে।সুকেশ চন্দ্র শেখরের সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডেজের নাম জড়ানোর পর তদন্তে নোরার নামও ওঠে আসে। সেই সূত্রেই আজ নোরা ফতেহিকে দিল্লি পুলিশ (ইওডবলু) টানা ৪ ঘন্টা জিজ্ঞাসাবাদ করে। পুলিশের অভিযোগ, কেবল জ্যাকলিনকেই নয়, নোরাকেও দামি উপহার দিয়েছিলেন সুকেশ। নোরাকে একটি বিএমডবলু গাড়িও উপহার দিয়েছিলেন তিনি এবং এসবের অর্থ এসেছে প্রতারণার টাকা থেকে।  দিল্লি পুলিশ বলছে, সুকেশ চন্দ্র শেখরের ২০০ কোটি রুপির আর্থিক অনিয়মের মামলার তদন্ত এখনও চলছে। আরও অনেকের নাম জড়িয়েছে এ মামলায়।

 

nora-fatehi
বিতর্কিত ব্যবসায়ী সুকেশের অর্থ পাচার মামলায় নোরাকে জিজ্ঞাসাবাদ

জানা গিয়েছে, ‘প্রতারক’ সুকেশ নোরাকে একটি বিএমডবলু গাড়ি উপহার দিয়েছিলেন। -এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে, নোরা বলেন, তিনি প্রথমে গাড়িটি নিতে রাজি হয়েছিলেন। কিন্তু পরে বলেছিলেন এটি তার প্রয়োজন নেই। নোরা আরও জানিয়েছেন, জ্যাকলিনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সুকেশর সঙ্গে তিনি আলাদাভাবে কথা বলেছেন। একটি আর্ট অনুষ্ঠানে সুকেশের স্ত্রীর সঙ্গে নোরার আলাপ হয়। এরপর প্রায়ই তাদের কথা হতো। সে সময় তারা তাকে বিএমডাব্লিউ ও অন্য জিনিস উপহার দিয়েছিল। তবে সুকেশের অপরাধ সম্পর্কে তিনি অবগত ছিলেন না বলেও জানান নোরা।

 

 

উল্লেখ্য, গত বছরের শুরুর দিকে জ্যাকলিনের ছবি ভূত পুলিশের অন্যতম সহ অভিনেত্রী ইয়ামি গৌতমকেও সমন পাঠিয়েছিল ইডি। তাকেও জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী ব্যাঙ্কে তার আর্থিক লেনদেনে অসঙ্গতি পাওয়া যায় বলে দাবি করেছিল কেন্দ্রীয় সংস্থাটি। এবং এসবের সঙ্গে সুকেশ জড়িত বলে ধারণা পুলিশের।


International  News Source & Ref : CNN।  BBC।  AL-JaziraAPNY TIMESGoogle News।  Yahoo news ।  Bing news  NDTV

 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.