ষ্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন :: আওয়ামী লীগ সরকারের পতনের আগে আন্দোলনরত ছাত্র-জনতার বিরুদ্ধে হওয়া সব মামলা প্রত্যাহার করা হবে। এ বিষয়ে ইতোমধ্যে সরকারি নির্দেশনা দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ ও সংশ্লিষ্টরা। গেল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দফতরে আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নয়া কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন রাজশাহী মহানগরীর শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠ ও স্বাভাবিক রাখতে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের দিক নির্দেশনায় তথ্যকেন্দ্র ও হটলাইন নম্বর খোলা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন । নয়া পুলিশ কশিনার মোহাম্মদ আবু সুফিয়ানের চেষ্টার অংশ হিসেবেই আরএমপিতে চালু করা হয়েছে তথ্য ও সেবাকেন্দ্র এবং হটলাইন নম্বর।
আরেমপি’র মূখপাত্র সাবিনা ইয়াসমিন আরও বলেন, এখন থেকে তথ্যকেন্দ্রে এসে বা হটলাইন নম্বরে ফোন করে পুলিশের বিভিন্ন সেবা পাবেন রাজশাহী মহানগরীর নাগরিকরা। এছাড়াও ২টি ই-মেইল সংযোজন করা হয়েছে।
এছাড়াও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন, তথ্য প্রযুক্তির যুগে রাজশাহী মহানগরবাসীকে সেবা দিতে আরএমপির এই নতুন সেবা কার্যক্রমকে সবাই ইতিবাচক হিসেবেই দেখছেন। এখন থেকে ঘরে বসেই অনলাইনেই আরএমপি থেকে নানা ধরনের পুলিশি সেবা পাওয়া যাবে বলেও জানান তিনি।
অন্যদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান যোগদানের পর থেকেই বিভিন্ন রকমের ব্যাতিক্রম উদ্যোগ নিয়েছেন। এরই মধ্যে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান এবং সাক্ষাৎ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীসহ অন্যান্যদের কথা বলেন এবং চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।
অপরদিকে চলতি বছরের ১৪ই সেপ্টেম্বর রাজশাহী মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন আরএমপি’র পুলিশ কশিনার মোহাম্মদ আবু সুফিয়ান। হঠাৎ করেই দুপুর বেলায় রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের ট্রাফিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। এসময় তিনি রাজশাহী মহানগরীর বিভিন্ন পরিবহনের যাত্রী ও চালকদের সঙ্গেও কথা বলেন।
তাছাড়াও রাজশাহী মহানগরীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠ রাখতে রাজশাহী জেলা জেলা ও দায়রা জজ এবং বিজ্ঞ মহানগর দায়রা জজ মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং একইসাথে মেট্রোপলিটন কোর্ট পরিদর্শন করেন পুলিশ কশিনার মোহাম্মদ আবু সুফিয়ান।
শুধু তাই নয় রাজশাহী মহানগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বৈঠক করেছেন রাজশাহী মহানগরীর বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের নেতৃবৃন্দের সাথে। তাছাড়াও রাজশাহী মহানগরীর বিভিন্ন প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক সংস্থা ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক নেতৃবৃন্দের সাথেও করেছেন মত বিনিময় সভা।
তবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নয়া পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন রাজশাহী মহানগরীর অভিজ্ঞ মহল থেকে শুরু করে সুশীল সমাজের নেতৃবৃন্দ। তারা বলছেন – নয়া পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান আরএমপিতে যোগদানের পর থেকেই তিনি পুলিশি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় কত সহজে পৌঁছানো যায় সেই চেষ্টা অব্যাহত রেখেছেন। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও সমুন্নত রাখতে কমিশনার মহোদয় যে সকল পদক্ষেপ গ্রহণ করছেন এতে পুলিশ প্রশাসনসহ সকল স্তরে নিয়মানুবর্তিতা ফিরে আসবে।
সার্বিক বিষয়ে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহবায়ক ও বিশিষ্ট সমাজসেবক এবং সচেতন নাগরিক সমাজের (সনাক) সদস্য জামাত খান উত্তরবঙ্গ প্রতিদিনের এই প্রতিবেদককে জানান- ছাত্র-জনতা কিভাবে বৈষম্যের বিরুদ্ধে জেগে ওঠেছিল সেটা আমরা দেখেছি। আমরা দেখেছি কিভাবে তারা জীবন বিপন্ন জেনেও আন্দোলনে এসেছিল। তাদের কারণে আজকের এই নতুন বাংলাদেশ। তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে মনে রেখে আমাদের কাজ করতে হবে। আশা করি রাজশাহী মহানগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নয়া পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান রাজশাহী মহানগরী তথা মেট্রোপলিটন পুলিশকে সাজাতে যে সকল যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করছেন তা রাজশাহী মহানগরবাসীর জন্য আশীর্বাদ স্বরুপ।
আরএমপির তথ্য ও সেবাকেন্দ্রের হটলাইন নম্বর– +৮৮০২৫৮৮৮০১৩৫১ +৮৮০১৩২০০৬৩৯৯৯
ই-মেইল: pcrmp@gmail.com
Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.
Subscribe to get the latest posts sent to your email.