Mukhlesur Rahman Mukul is the best taxpayer of Rajshahi district
রাজশাহী জেলার শ্রেষ্ঠ করদাতা মুখলেসুর রহমান মুকুল

রাজশাহী জেলার শ্রেষ্ঠ করদাতা মুখলেসুর রহমান মুকুল

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

রমজান আলী, উত্তরবঙ্গ প্রতিদিন :: কর অঞ্চল রাজশাহী-এর রাজশাহী জেলার সেরা করদাতা হলেন মোঃ মুখলেসুর রহমান মুকুল। ২০২১-২০২২ কর বছরে রাজশাহী জেলার ১ম সর্বোচ্চ আয়কর প্রদানকারী নির্বাচিত হয়েছেন মুখলেসুর রহমান মুকুল। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব স্বাক্ষরিত একটি সন্মাননাপত্র ক্রেস্ট পেয়েছেন তিনি।

 

 

 

দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এবং দেশের নাগরিকদের জীবনযাত্রার মান বাড়াতে সরকার তাদের নাগরিকদের উপর কর ট্যাক্স বা কর নির্ধারণ করে থাকে । কর হল বাধ্যতামূলক অবদান, যেটি ব্যক্তি বা কর্পোরেশনের উপর সরকারী (স্থানীয়,আঞ্চলিক বা জাতীয়) সত্তার দ্বারা ধার্য করা হয় ।

 

 

 

 

ট্যাক্স রাজস্ব সরকারী কাজকর্ম এবং রাস্তা এবং স্কুলের মতো পরিষেবা বা সামাজিক নিরাপত্তা এবং মেডিকেয়ারের মতো প্রোগ্রাম সহ সরকারী কার্যকলাপে সাহায্য করে। তাই দেশের যে নাগরিক নিয়মিত কর প্রদান করেন তিনি একজন ‘সুনাগরিক’ হিসেবে বিবেচিত হন।

 

 

 

 

 

 

এই ধারবাহিকতায় কর অঞ্চল রাজশাহীর উদ্যোগে ৪২ সেরা করদাতাকে ২০২২ সালে  সম্মাননা দেওয়া হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) কর অঞ্চল রাজশাহীর আয়োজনে মহানগরীর নানকিং দরবার হলে আনুষ্ঠানিকভাবে তাদের এ সম্মাননা দেওয়া হয়। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে আয়োজিত এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চল রাজশাহীর কমিশনার মো. নূরুজ্জামান খান।  

 

 

 

 

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহীন আক্তার। বিশেষ অতিথি ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর কমিশনার ইসমাইল হোসেন সিরাজী, কর আপিল অঞ্চল রাজশাহীর কমিশনার শামীমুর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

 

 

 

আজকের অনুষ্ঠানে ৪২ সেরা করদাতাকে সম্মাননা জানানো হয়। রাজশাহী জেলায় ২০২১-২০২২ কর বর্ষে সর্বোচ্চ কর প্রদানকারী ছিলেন ৩ জন। এর মধ্যে সর্বপ্রথম  হলেন- মুখলেসুর রহমান মুকুল। 

 

 

 

বর্ষসেরা করদাতা মুখলেসুর রহমান মুকুল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকার সন্তান। তিনি উদীয়মান তরুন প্রজন্মের একজন সমাজসেবক, ক্রীড়ানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী। তিনি মের্সাস মুন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। অসংখ্য বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা সুনিশ্চিত করেছেন মুকুল । শুধু তাই নয়, অত্র এলাকাসহ রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও বিভিন্ন যুব সংগঠনকেও সহযোগিতা করতে পিছুপা হননি সমাজসেবক মুকুল। স্থানীয় সরকারের বিভিন্ন কার্যক্রমকেও গতিশীল করতে রাখছেন অনাবদ্য ভূমিকা। 

 

 

এদিকে উক্ত অনুষ্ঠান শেষে রাজশাহীর বর্ষসেরা এই করদাতা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন –  স্বচ্ছল ব্যাক্তিদের কর দেশের অর্থনীতিকে তুরান্বিত করে। আর সেই কর দেয়ার জন্য স্বচ্ছল ব্যাক্তিদের সদিচ্ছাই মৌলিক বিষয়। তাহলেই দেশ তথা সমাজ গঠনে আমরা এগিয়ে যেতে পারব এবং বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগী হতে পারব। তাই দেশের প্রতিটি স্বচ্ছল নাগরিকের কাছে আমার আহবান আসুন আমরা নিয়মিত কর প্রদান করি এবং শিক্ষিত রাষ্ট্র তথা জাতি গঠনে অগ্রগামী ভূমিকা পালন করি।

 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.