প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৪, ১০:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২১, ৮:১৪ পূর্বাহ্ণ
ভারতেবাসীর কাছে ক্ষমা চাইলেন মোদি
আন্তর্জাতিক রিপোর্ট । উত্তরবঙ্গ প্রতিদিন :: প্রায় এক বছর ধরে তিন কৃষি আইন নিয়ে আন্দোলন করছিলেন কৃষকরা। গত বছরের সেপ্টেম্বরে তিনটি কৃষি বিলে সংশোধন করে আইনে পরিণত করে কেন্দ্রীয় সরকার।
এরপর থেকেই দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্তানে ওই আইনের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়। রাস্তা অবরোধ, রেললাইন অবরোধ-সহ নানা আন্দোলনের মাধ্যমে কৃষি আইনের বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ জানায় কৃষক সংগঠনগুলো।
[caption id="attachment_15226" align="alignleft" width="585"] ১বছর ধরে তিন কৃষি আইন নিয়ে আন্দোলন করছিলেন কৃষকরা[/caption]
অবশেষে ভারতে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) জাতীর উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদি বলেন, ‘আমাদের উদ্দেশ্য সৎ ছিল। কিন্তু কৃষি আইনের সুফলের কথা কিছু কৃষককে আমরা বোঝাতে পারিনি।’আন্দোলনের পথ ছেড়ে কৃষকদের আবার চাষের ক্ষেতে ফেরার আহ্বান জানান মোদি। তিনি বলেন, ‘আসুন, সব আবার নতুন করে শুরু করা যাক।’
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com
উত্তরবঙ্গ প্রতিদিন Google Business And Google News Verified একটি প্রতিষ্ঠান। ২০২০ সালে উত্তরবঙ্গ প্রতিদিন উইকিপিডিয়ার নিবন্ধনভুক্ত হয়।২০২১ সালে উত্তরবঙ্গ প্রতিদিন Trusted Site Certificate এবং DMCA সার্টিফিকেট পায়।