মিস ইউনিভার্সের খেতাব জিতেছেন ভারতের হারনাজ সান্ধু
মিস ইউনিভার্সের খেতাব জিতেছেন ভারতের হারনাজ সান্ধু

মিস ইউনিভার্সের খেতাব জিতেছেন ভারতের হারনাজ সান্ধু

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

বিনোদন প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: এ বছর মিস ইউনিভার্সের খেতাব জিতেছেন ভারতের অভিনেত্রী ও মডেল হারনাজ সান্ধু। ২০০০ সালে মডেল-অভিনেত্রী লারা দত্ত ভারতের হয়ে সর্বশেষ এই খেতাব জিতেছিলেন। ওই বছরই জন্ম হয়েছিল হারনাজের।

২০২১ সালে এসে ২১ বছর পর ভারতের হয়ে মিস ইউনিভার্সের খেতাব জিতলেন ২১ বছর বয়সী হারনাজ।

হারনাজের মিস ইউনিভার্সের মুকুট জয়ে স্বাভাবিকভাবেই একটু বেশি উচ্ছ্বসিত লারা।

 

টুইটারে লারা লিখেছেন, ‌‘মিস ইউনিভার্স ক্লাবে স্বাগতম! এই মুকুটটির জন্য আমরা দীর্ঘ ২১ বছর অপেক্ষা করেছি। তুমি আমাদের অনেক বেশি গর্বিত করে তুলেছো। শত কোটি মানুষের স্বপ্ন সত্যি হলো।’

এ নিয়ে মোট তিনবার মিস ইউনিভার্সের মুকুট এসেছে ভারতে। লারার আগে ১৯৯৪ সালে মিস ইউনিভার্সের খেতাব জিতেছিলেন অভিনেত্রী সুস্মিতা সেন। মিস ইউনিভার্সের পদক জেতা হারনাজ সাবেক মিস ওয়ার্ল্ড ও জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ভক্ত। এরইমধ্যে কয়েকটি পাঞ্জাবি ছবিতেও দেখা গেছে তাকে। এর আগে ‘মিস ডিভা-২০২১’, ‘ফেমিনা মিস ইন্ডিয়া পাঞ্জাব-২০১৯’ সহ বেশ কয়েকটি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন তিনি।

https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//www.youtube.com/watch?v=S48tZdkLA4U


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.