নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন, নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, সকল রাজবন্দীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলন শুরু করেছে সরকার বিরোধীরা।
আগামীকাল ৩০ ডিসেম্বর গণমিছিলের মধ্যদিয়ে ঢাকার রাজপথে যুগপৎভাবে নামছে দলগুলো। ঢাকার প্রথম কর্মসূচি সফল করতে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন।
কি বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, গণতন্ত্র মঞ্চের সঙ্গে যুগপৎ আন্দোলনের বিষয়ে আলোচনা হয়েছে। কিভাবে যুগপৎ আন্দোলন এগিয়ে নেওয়া যায় বেগবান করা যায় সে বিষয়ে কথা হয়েছে। আগামীকালকে যেহেতু ঢাকায় আমাদের যুগপৎ আন্দোলনের কর্মসূচি রয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
অন্যদিকে, গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদ আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলন প্রধান সমন্বয়কারী এ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান।
Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.
Subscribe to get the latest posts sent to your email.