mayor-Khairuzzaman-Liton-take-power-2023-October
যে কারনে ৩ মাসের আগে রাসিক মেয়রের দ্বায়িত্ব পাবেননা লিটন

যে কারনে ৩ মাসের আগে রাসিক মেয়রের দ্বায়িত্ব পাবেননা লিটন

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

স্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহী সিটি কর্পোরেশনে তৃতীয়বারের মতো নির্বাচিত মেয়র  ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন গত ০৩/০৭/২০২৩ ইং তারিখ সোমবার শপথ নিয়েছেন। তবে সাংবিধানিকভাবে রাসিক মেয়রের দায়িত্ব নিতে সময় লাগবে আরও প্রায় ৩ মাস। উক্ত তথ্যটি নিশ্চিত করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের  জনসংযোগ কর্মকর্তা (পিআরও)  মোস্তাফিজুর রহমান।

 

 

Rajshahi-city-corporation-mayor
রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন

 

কারন হিসেবে, রাজশাহী সিটি কর্পোরেশনের  জনসংযোগ কর্মকর্তা (পিআরও)  মোস্তাফিজুর রহমান উত্তরবঙ্গ প্রতিদিনকে জানান, ২০১৮ সালের সিটি নির্বাচনের পর ৫ সেপ্টেম্বর খায়রুজ্জামান লিটন শপথ নিয়েছিলেন। এর ১ মাস পর, অর্থাৎ ৫ই অক্টোবর তিনি মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। নিয়ম অনুযায়ী, সিটি কর্পোরেশনের নির্বাচিত নতুন মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণের পর প্রথম সাধারণ সভা যেদিন অনুষ্ঠিত হয়, সেদিন থেকে তাঁদের ৫ বছর মেয়াদকালের শুরু। 

 

 

যেহেতু ২০১৮ সালে ওই পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ১১ অক্টোবর। সেই হিসাবে এ বছরের ১১ অক্টোবর পর্যন্ত সিটি কাউন্সিলরদের মেয়াদ আছে। অর্থাৎ নিয়ম অনুযায়ী, আগামী ১২ই  অক্টোবর থেকে মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব গ্রহণ করতে পারবেন।

 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.