অনুসন্ধানে জানা যায়, শনিবার (০৫ আগস্ট) দুপুর ১টা থেকে মেলান্দহ থানার সামনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতা মো. বিজয় হাসানের বিয়ের প্রীতিভোজ অনুষ্ঠান হয়।স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৭দিন থেকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় দখলে নিয়ে বিয়ের গেট, আলোকসজ্জা, দলীয় কার্যালয়ের সামনে খালি জায়গায় প্রীতিভোজের জন্য প্যান্ডেল তৈরি করাসহ বিয়ের নানা ধরনের কাজ শুরু করেন ওই ছাত্রলীগ নেতার পরিবার। পরে বৃহস্পতিবার (০৩ আগস্ট) বিকেলে বিজয়ের গায়ে হলুদের অনুষ্ঠান হয়। এতে প্রায় ৭দিন ধরেই দলীয় কার্যালয় বন্ধ রয়েছে।
সরেজমিনে গিয়ে আরোও দেখা যায়, দলীয় কার্যালয়ের সামনে ঢোকার পথেই বিশাল আকৃতির গেট ও কার্যালয়ের চারপাশে আলোকসজ্জা করা হয়েছে। কার্যালয়ের ভেতরে মাঠে করা হয়েছে প্রীতিভোজের জন্য প্যান্ডেল। দুপরে ওই ছাত্রলীগ নেতার বিয়ের প্রীতিভোজ অনুষ্ঠানে লোকজন আসতে শুরু করেন।বিএনপির দলীয় কার্যালয় সূত্রে জানা যায়, প্রায় সাত দিন ধরে বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেল ও সাজসজ্জার কাজ শুরু হয়। এতে কার্যালয়ের ভেতরে ঢোকার সব পথ বন্ধ হয়ে যায়।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থানীয় কয়েকজন নেতা-কর্মী উত্তরবঙ্গ প্রতিদিনকে জানান, এখন কেউ বাহির থেকে দেখলে কার্যালয় আছে কি না বুঝতেই পারবে না। বিয়ের অনুষ্ঠানের জন্য দলীয় কার্যালয় এমনভাবে সাজিয়েছে ভেতর কেউ যেতে পর্যন্ত পারছে না।
বিএনপির দলীয় কার্যালয়ের অফিস সহায়ক মো.হাবিব বলেন, বিয়ের অনুষ্ঠান চলছে। তবে কার সঙ্গে কথা বলে এই জায়গা নিয়েছেন তা আমি জানি না। অভিযুক্ত ছাত্রলীগ নেতার বাবা কামরুল হাসান খান বলেন, পার্টি অফিসের সাথেই আমার বাসা। আশপাশে অনুষ্ঠান করার মতো কোন জায়গা নেই। সেই কারণে সেখানে অনুষ্ঠান করতে হচ্ছে। দলীয় কার্যালয়ে বিয়ের অনুষ্ঠানের অনুমতির বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বাড়ির পাশেই পার্টি অফিস। আমরা তো দলীয় কার্যালয়ের সামনে খালি জায়গায় অনুষ্ঠান করছি।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com