mango-calendar-published-by-rajshahi-dc
রাজশাহীতে নবনিযুক্ত জেলা প্রশাসক শামীম আহমেদ কুরিয়ার ব্যবসায়ীদের সতর্ক করে বলেছেন- আম পরিবহনে অতিরিক্ত করিয়ার চার্জ বা দুর্ভোগের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কাউকে কোন ছাড় দেয়া হবেনা।

রাজশাহীতে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করলেন রাজশাহী জেলা প্রশাসক

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

ষ্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন ::  রাজশাহীতে ভেজালমুক্ত ও পরিপক্ব আম নিশ্চিত করতে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। বুধবার (৩ মে) বেলা সাড়ে ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম সংগ্রহ, পরিবহন,বিপণন ও বাজারজাত মনিটরিং সংক্রান্ত সভায় আম নামানোর তারিখ নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। রাজশাহীতে নবনিযুক্ত জেলা প্রশাসক শামীম আহমেদ গনমাধ্যমকে জানান – রাজশাহী অঞ্চলের কৃষক, কৃষি অধিদপ্তর ও ফল গবেষকদের মতামতের ভিত্তিতে আম পাড়ার তারিখ নির্ধারণ করা হয়েছে।

 

 

 

 

এদিকে কুরিয়ার ব্যবসায়ীদের সতর্ক করে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, আম পরিবহনে অতিরিক্ত কুরিয়ার চার্জ বা দুর্ভোগের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে রাজশাহী প্রশাসনের পক্ষ থেকে কাউকে কোন ছাড় দেয়া হবেনা।

 

 

উক্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী, এ বছরের সব ধরনের গুটি জাতের আম নামানো যাবে ৪ মে থেকে। আর উন্নত জাতের আমগুলোর মধ্যে গোপালভোগ ১৫ মে, লক্ষণভোগ বা লখনা ও রাণীপছন্দ ২০ মে এবং হিমসাগর বা ক্ষীরশাপাত ২৫ মে থেকে গাছ থেকে পেড়ে হাটে বিক্রি করতে পারবে বাগান মালিক ও চাষিরা। এছাড়া ৬ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে ফজলি ও ১০ জুন আম্রপালি এবং ১০ জুলাই থেকে আশ্বিনা ও বারি আম-৪ নামানো যাবে। ১০ জুলাই থেকে গৌড়মতি আম এবং ২০ আগস্ট ইলামতি আম নামানো যাবে। কাটিমন ও বারি আম -১১ সারা বছর সংগ্রহ করা যাবে।

 

 

 

রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ আরও জানান, নির্ধারিত সময়ের আগে আম বাজারে পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন। তবে কোনো বাগানে নির্ধারিত সময়ের আগেই আম পাকলে তা প্রশাসনকে অবহিত করতে হবে। যেহেতু আম রাজশাহীর জিআই পণ্য। পরিপক্ব ও নিরাপদ আম নিশ্চিত সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে তারিখ ঠিক করা হয়েছে। এর আগে যদি কোনো মালিকের আম গাছে পেকে যায় তাহলে স্থানীয় প্রশাসনকে জানাতে হবে।

 

 

mango-calendar-published-by-rajshahi-dc-shamim
রাজশাহীতে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ

উক্ত সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোজদার হোসেনসহ কুরিয়ার ব্যবসায়ী ও আম উৎপানদকারী কৃষকসহ অনেকেই।

 

 

উল্লেখ্য যে, রাজশাহীতে নবনিযুক্ত জেলা প্রশাসক শামীম আহমেদ যোগদান করার পর পরেই এ সকল উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুশীল সমাজের নেতৃবৃন্দ। 

 

 

 

সার্বিক বিষয়ে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহবায়ক জামাত খান উত্তরবঙ্গ প্রতিদিনকে বলেন – রাজশাহীতে নবনিযুক্ত জেলা প্রশাসক শামীম আহমেদের এই সকল যুগোপযোগী পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। সেই সাথে আশা করছি, তিনি সমগ্র রাজশাহী জেলার উত্তরাত্তর সার্বিক উন্নয়নে অসীম ভূমিকা পালন করবেন বলে আমরা আশাবাদী। 


 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.