তবে বক্স অফিসে খুব একটা ভালো ব্যবসা করতে পারেনি ছবিটি। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার দু'মাসের কিছু আগে এবার ওটিটিতে মুক্তি পেল 'ময়দান'। বুধবার জনপ্রিয় ওটিটি অ্যামাজন প্রাইম ভিডিওতে এসে গেল এই ছবিটি ৷
'ময়দান' সৈয়দ আবদুল রহিমের বায়োপিক: ময়দান' ছবিটি নির্মিত ভারতীয় ফুটবল দলের প্রাক্তন কোচ আবদুল রহিমের জীবনী অবলম্বনে ৷ সালটা ছিল ১৯৫২ থেকে ১৯৬২ সাল ৷ এই সময়কালকে ভারতীয় ফুটবলের সোনালি সময় বলে অভিহিত করা হয় ৷ এই সময়েই সৈয়দ আবদুল রহিমের প্রশিক্ষণে ভারতীয় ফুটবল বিশ্বে তাদের দাপুটে উপস্থিতির জানান দিয়েছিল ৷ কাঁপিয়েছিল এশিয়াডের মঞ্চ ৷ সেই গল্প অবলম্বনেই 'ময়দান' সিনেমাটি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক অমিত শর্মা ৷ প্রযোজক বনি কাপুর ৷
'শয়তান'-এর পর 'ময়দান' ছিল অজয় দেবগনের ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত দ্বিতীয় ছবি। ময়দান ছবির স্মৃতিচারণা করতে গিয়েই অভিনেতা অজয় দেবগন বলেন, "পরিচালক অমিত শর্মা ভারতীয় ফুটবল দলের কোচ সৈয়দ আবদুল রহিমের গল্পকে তুলে ধরেছেন রুপোলি পর্দায় ৷ ছবিতে কিংবদন্তি চরিত্রে অভিনয় করতে পেরে আমি আপ্লুত ৷ ভারতীয় ফুটবলের নায়কদের সম্মান জানাই ৷ পর্দার কিংবদন্তি চরিত্ররা ছবিতে যেন জীবন্ত হয়ে উঠেছেন ৷ খুব আনন্দিত যে 'ময়দান' সিনেমাটি এবার প্রাইমেও প্ল্যাটফর্মেও দেখা যাবে ৷ এবার বিশ্বব্যাপী দর্শকদের কাছে পৌঁছে যাবে ময়দান সিনেমাটি ৷
এই ছবিতে অজয় দেবগন ছাড়াও অভিনয় করেছেন প্রিয়ামণি, গজরাজ রাও, এবং বাঙালি অভিনেতা রুদ্রনীল ঘোষ। ছবিটি প্রযোজনা করেছেন বনি কাপুর। শীঘ্রই মুক্তি পেতে চলেছে অজয় দেবগনের আরও বেশ কয়েকটি সিনেমা ৷ 'সিংহম এগেইন' ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাঁকে ৷ রোহিত শেঠির পরিচালনায় এর আগেও একাধিক সিনেমা মুক্তি পেয়েছে জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেতার ৷
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com