mafijul_islam_munna_news
অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে যা বললেন মুন্না

অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে যা বললেন মুন্না

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

কথায় আছে সত্য কখনো চাপা থাকে না আর অপরাধ কখনো নিখুঁত হয় না। একটা মিথ্যা ঘটনা বানিয়ে বলা যায় কিংবা লিখা যায় কিন্তু আদালতে একটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াটকে সত্য হিসেবে প্রমাণ করা অসম্ভব।

 

আমি মাফিজুল ইসলাম মুন্না, পিতা : মৃত বাক্কার হাজ্বী ঠিকানা – লক্ষীপুর, রাজপাড়া রাজশাহী এই মর্মে আমার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

 

সেই সাথে আরোও জানাচ্ছি যে, রাজশাহী এয়ারপোর্ট থানাধীন বায়া এলাকার প্রতারক মাহাবুব আমার কাছে ছল ছাতূরীর মাধ্যমে জমি রেস্ট্রী করে নিয়ে আজ অবধী বাকী টাকা পরিশোধ না করে আমার বিরুদ্ধে বিভিন্ন মহলে অপপ্রচার চালাচ্ছে। এই মাহবুবের কাছে  আমি জমি বিক্রয় করি এবং সে আমার পাওনা টাকা পরিশোধ না করার কারনে তার বিরুদ্ধে একটি অভিযোগ    ৩/৯/ ২০২৩ তারিখে এয়ারপোর্ট থানায় করা করি।সে সময় তদন্ত কর্মকর্তা ছিলেন এসআই তৌহিদ পরবর্তীতে তদন্তের ভার পান এসআই শরিফুল। এয়ারপোর্ট থানার ওসি উভয়পক্ষকে  সমাধানের জন্য কয়েকটি ডেট দিয়েছিলেন কিন্তু   কিন্তু প্রতারক মাহবুব একটি বারের জন্য  থানায় হাজির হয় নাই।

 

মাহবুবের নামে এক কোটি ৬০ লক্ষ টাকার তিনটা চেকের মামলা রাজশাহী কোর্টে বর্তমানে চলমান আছে এবং আইনের মাধ্যমেই টাকা দিতে সে টাকা দিতে বাধ্য। কিন্তু সে টাকা না দেয়ার কারনে আমার বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচারে লিপ্ত আছে। 

 

আমি প্রতারক মাহাবুবের কাছে ৩৫ লক্ষ টাকা পাওনা রয়েছি যার সাক্ষী সহ সবকিছুই প্রমান রয়েছে । এছাড়াও প্রতারক মাহাবুবের নিরিবিলি হাউজিং স্টেট এর নামে চাঁপাইনবাবগঞ্জের যারা প্রতারিত হয়েছে তারা প্রতারক মাহাবুবের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে করেছে। এছাড়াও প্রতারক মাহাবুব মাদকসহ কয়েকবার গ্রেফতার হয়েছিল। সে একজন মাদক কারবারি।

 

আমার পাওনা টাকার বিষয়টি নিয়ে এর আগেও স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ আমার সমাধানের জন্য  মাহবুবদের কাছে গিয়েছিল কিন্তু সে  সময় নিয়েছে বারবার এবং সকলকেই ঘুরিয়েছে। এছাড়াও কয়েকজন সিনিয়র সাংবাদিক মীমাংসার উদ্যোগ নিয়েও তারা ব্যার্থ হয়েছেন।

 

আরোও উল্লেখ্য যে, বর্তমানে রাজশাহী সাবরেজিস্ট্রি অফিসে প্রতারক মাহাবুবের নামে দলিল জালিয়াতির অভিযোগের বিচার চলমান রয়েছে।

 

আরোও বিশেষভাবে উল্লেখ্য যে, আমি বহুল প্রচারিত নিউজ পোর্টাল উত্তরবঙ্গ প্রতিদিনের  একজন সহকারী ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে কর্মরত রয়েছি। বিধায় যারাই ফেসবুকের মাধ্যমে আমার নামে গুজব ছড়িয়েছে আমি তাদের বিরুদ্ধে প্রেস কাউন্সিল বরাবর অভিযোগ দায়ের করেছি এবং রাজশাহী সাইবার কোর্টে মামলাও করার প্রস্তুতি নিচ্ছি। সেই সাথে যারা যোগাযোগ মাধ্যমে আমার নামে অপপ্রচার চালাচ্ছে তাদেরও কে আমি চিহ্নিত করতে সক্ষম হয়েছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বিধায় যারা গুজব ছড়াচ্ছে তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। 

#Rajshahi #Fraud #AirportThana #Trending


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.