নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন ::বুধবার ২৯ মার্চ মামলার প্রধান আল-আমিনকে (৩২) রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-৩। তাদের দাবি, আল-আমিন রাজশাহীতে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার নাম ভাঙিয়ে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎকারী চক্রের প্রধান । অন্যদিকে নওগাঁয় র্যাবের হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনার তদন্ত করছে র্যাব৷ জেসমিনের আটকের সঙ্গে জড়িত ১১ র্যাব সদস্যকে ‘ক্লোজ' করার পর তদন্ত কমিটি তাদের জিজ্ঞাসাবাদ করেছে বলে জানানো হয়েছে৷এদিকে, নওগাঁয় র্যাবের হেফাজতে ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে র্যাবের ১১ সদস্যকে৷ র্যাব সদর দপ্তরে গঠিত তদন্ত কমিটি তাদের জিজ্ঞাসাবাদ করেছে৷ রাজশাহীতে র্যাব-৫–এর কার্যালয়ে এই ১১ র্যাব সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷
বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের বলেন, জিজ্ঞাসাবাদ শেষে র্যাবের ১১ সদস্য নওগাঁয় আবার তাঁদের কর্মস্থলে ফিরে যাবেন৷ জিজ্ঞাসাবাদের তালিকায় একজন মেজর, পুলিশের এএসপিসহ অন্যান্য সদস্য ও গাড়িচালক রয়েছেন বলে জানান তিনি ৷ র্যাবের ভাষ্য, প্রতারণার অভিযোগে সুলতানা জেসমিনকে আটক করা হয়েছিল৷ আটকের পর তিনি অসুস্থ হয়ে পড়েন৷ তাৎক্ষণিক তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং রামেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ৷
র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন জানিয়েছেন, এ ঘটনার তদন্ত চলছে৷ মৃত্যুতে কারও জড়িত থাকা বা গাফিলতির তথ্য পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ নওগাঁয় সুলতানা জেসমিনকে আটক ও জিজ্ঞাসাবাদে জড়িত র্যাব সদস্যদের মাঠের দায়িত্ব থেকে সরিয়ে আনা হয়েছে৷ মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার হওয়ার পাশাপাশি হাইকোর্টও বিষয়টি জানতে চেয়েছিল৷
জেসমিন র্যাবের হেফাজতে অসুস্থ হওয়ার পর মামলা করেন যুগ্ম সচিব এনামুল
সুলতানা জেসমিন র্যাবের হেফাজতে অসুস্থ হয়ে যখন রামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি হওয়ার দিন রাজশাহীর রাজপাড়া থানায় মামলা করেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) এনামুল হক। এই মামলায় এনামুল হক দুজনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ২/৩জনকে আসামি করেন। ১ নম্বর আসামি আল আমিন। তার বাড়ি চাঁদপুরের হাইমচর উপজেলার কুতুবপুর এলাকায়। ২ নম্বর আসামি ছিলেন সুলতানা জেসমিন।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com