১৯৭১ সালের মার্চ মাস হতেই প্রদেশের পুলিশ বাহিনীর উপর কর্তৃত্ব হারিয়েছিল পাকিস্তানের প্রাদেশিক সরকার। পুলিশের বীর সদস্যরা প্রকাশ্যেই পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নেন। তারা ২৫ শে মার্চ ১৯৭১ তারিখে ঢাকার রাজারবাগের পুলিশ লাইন্সে ২য় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বাতিল .৩০৩ রাইফেল দিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। এই সশস্ত্র প্রতিরোধটিই বাঙ্গালীদের কাছে সশস্ত্র যুদ্ধ শুরুর বার্তা পৌছে দেয়। পরবর্তীতে পুলিশের এই সদস্যরা ৯ মাস জুড়ে দেশব্যাপী গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেন এবং পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলেন। ১২৬২ জন শহীদ পুলিশ সদস্যের তালিকা স্বাধীনতা যুদ্ধের দলিল পত্রে উল্লেখ পাওয়া যায়।
প্রসঙ্গত ,আমাদের দেশে এখন অনেকেই পুলিশের চাকরিতে প্রবেশ করতে আগ্রহী হয়ে থাকেন। পুলিশেরাই দেশের আইন-কানুনের ভিত্তিতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে থাকেন। এ চাকরিতে প্রবেশ করার জন্য খুব বেশি উচ্চমানের শিক্ষার প্রয়োজন হয় না, তবে প্রয়োজন হয় অন্যান্য অনেক দক্ষতার। তবে অনেকের প্রথম প্রশ্ন থাকে পুলিশের পদ কেমন? কিংবা পুলিশের পদক্রম অনুযায়ী বেতন কেমন, এসব নিয়ে। এই লেখায় আপনি পুলিশের সবগুলো র্যাংক সম্পর্কে জানতে পারবেন। আপনি যদি পুলিশের চাকরি নাও করতে চান তারপরেও, এই লেখাটি আপনার পড়া উচিত।
IGP ➡ Inspector General of Police (মহা পুলিশ পরিদর্শক)
AIG ➡Assistant Inspector General
DIG ➡ Deputy Inspector General (উপ মহা পুলিশ পরিদর্শক)
AD.IG ➡ Additional Inspector General
AD.DIG ➡ Additional Deputy Inspector General (অতিরিক্ত উপ মহা পুলিশ পরিদর্শক)
AD.IGP ➡ Additional Inspector General of Police (অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক)
SP ➡Superintendent of Police (পুলিশ সুপার)
ASP➡Assistant Superintendent of Police (অতিরিক্ত পুলিশ সুপার)
AD.SP ➡ Additional Superintendent of police (অতিরিক্ত পুলিশ সুপার)
Senior ASP ➡Senior Assistant Superintendent of Police (সিনিয়র সহকারী পুলিশ সুপার)
SI ➡Sub Inspector (উপপরিদর্শক)
ASI ➡Assistant Sub Inspector (সহকারী উপপরিদর্শক)
Habildar ➡ (হাবিলদার)
Nayek ➡ (নায়েক)
Constable ➡ (কনস্টেবল)
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com