Know-about-Bangladesh-Police-Rank-and-Batch
জেনে নিন বাংলাদেশ পুলিশের র‍্যাঙ্ক ও ব্যাচ সম্পর্কে

জেনে নিন বাংলাদেশ পুলিশের র‍্যাঙ্ক ও ব্যাচ সম্পর্কে

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: ১৯৪৭ সালে দেশ ভাগের পর বাংলাদেশের পুলিশের নাম প্রথমে ইষ্ট বেঙ্গল পুলিশ রাখা হয়। পরবর্তীতে এটি পরিবর্তিত হয়ে ইষ্ট পাকিস্তান পুলিশ নাম ধারণ করে। ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের পূর্ব পর্যন্ত এই নামে পুলিশের কার্যক্রম অব্যহত থাকে। বাংলাদেশ পুলিশের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল সময় হল ১৯৭১ সাল। মহান মুক্তিযুদ্ধে একজন ডিপুটি ইন্সপেক্টর জেনারেল, বেশ কয়েকজন এসপি সহ প্রায় সব পর্যায়ের পুলিশ সদস্য বাঙ্গালীর মুক্তির সংগ্রামে জীবনদান করেন। 

 

 

১৯৭১ সালের মার্চ মাস হতেই প্রদেশের পুলিশ বাহিনীর উপর কর্তৃত্ব হারিয়েছিল পাকিস্তানের প্রাদেশিক সরকার। পুলিশের বীর সদস্যরা প্রকাশ্যেই পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নেন। তারা ২৫ শে মার্চ ১৯৭১ তারিখে ঢাকার রাজারবাগের পুলিশ লাইন্সে ২য় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বাতিল .৩০৩ রাইফেল দিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। এই সশস্ত্র প্রতিরোধটিই বাঙ্গালীদের কাছে সশস্ত্র যুদ্ধ শুরুর বার্তা পৌছে দেয়। পরবর্তীতে পুলিশের এই সদস্যরা ৯ মাস জুড়ে দেশব্যাপী গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেন এবং পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলেন। ১২৬২ জন শহীদ পুলিশ সদস্যের তালিকা স্বাধীনতা যুদ্ধের দলিল পত্রে উল্লেখ পাওয়া যায়।

 

 

 

প্রসঙ্গত ,আমাদের দেশে এখন অনেকেই পুলিশের চাকরিতে প্রবেশ করতে আগ্রহী হয়ে থাকেন। পুলিশেরাই দেশের আইন-কানুনের ভিত্তিতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে থাকেন। এ চাকরিতে প্রবেশ করার জন্য খুব বেশি উচ্চমানের শিক্ষার প্রয়োজন হয় না, তবে প্রয়োজন হয় অন্যান্য অনেক দক্ষতার। তবে অনেকের প্রথম প্রশ্ন থাকে পুলিশের পদ কেমন? কিংবা পুলিশের পদক্রম অনুযায়ী বেতন কেমন, এসব নিয়ে। এই লেখায় আপনি পুলিশের সবগুলো র‌্যাংক সম্পর্কে জানতে পারবেন। আপনি যদি পুলিশের চাকরি নাও করতে চান তারপরেও, এই লেখাটি আপনার পড়া উচিত।

 

‍IGP ➡ Inspector General of Police (মহা পুলিশ পরিদর্শক) 

 

AIG ➡Assistant Inspector General 

 

DIG ➡ Deputy Inspector General (উপ মহা পুলিশ পরিদর্শক) 

 

AD.IG ➡ Additional Inspector General 

 

AD.DIG ➡ Additional Deputy Inspector General (অতিরিক্ত উপ মহা পুলিশ পরিদর্শক) 

 

AD.IGP ➡ Additional Inspector General of Police (অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক)

 

SP ➡Superintendent of Police (পুলিশ সুপার)

ASP➡Assistant Superintendent of Police (অতিরিক্ত পুলিশ সুপার) 

 

AD.SP ➡ Additional Superintendent of police (অতিরিক্ত পুলিশ সুপার)

 

Senior ASP ➡Senior Assistant Superintendent of Police (সিনিয়র সহকারী পুলিশ সুপার) 

SI ➡Sub Inspector (উপপরিদর্শক) 

ASI ➡Assistant Sub Inspector (সহকারী উপপরিদর্শক) 

Habildar ➡ (হাবিলদার)

Nayek ➡ (নায়েক)

Constable ➡ (কনস্টেবল)


Source : Bangladesh Police   Shortlink : https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//wp.me/pbH2Ba-sLg

উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.