ভেটেনারী সার্জন ডা. মো. নিয়ামতউল্লাহ'র অপচিকিৎসায় ১ বছরে প্রায় ১০ বিড়াল হত্যা
🟥 ঘটনা ১
রাজশাহী মহানগরীর সাধুর মোড় এলাকার শাহজাহান শেখের ছেলে মিতুল। রাজশাহী বিশ্ববিদ্যালয় আইবিএ থেকে সদ্য পাশ করে চাকুরী করছেন শাহজালাল ব্যাংকে। প্রায় ২ বছর ধরে মিতুলের পরিবারের অন্যতম সদস্য ‘পুষি’। নিজে যা খান সেই খাবার এই ‘পুষি’র জন্য বরাদ্দ। পাশাপাশি খাবারের মেন্যুতে দুধ,মাছ ও বিস্কুট পুষির জন্য নিত্যদিনের আইটেম। এটির জন্য ঘুমের ব্যবস্থাও আলিসান বিছানাতেই। কিন্তু হঠাৎ পুষি অসুস্থ হয়ে পড়ে। ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে এটির ডান চোখ লাল হয়ে ফুলে যায়। বিড়ালটির এই অবস্থা দেখে ‘পুষি’র মুনিব (মালিক) মিতুলও হয়ে পড়েন অনেকটা অসুস্থ। বিড়ালটিকে দ্রুত সুস্থ করে তুলতে স্মরণাপন্ন হন ভেটেনারী চিকিৎসকের। গত শনিবার (১০ সেপ্টেম্বর) পুষিকে নিয়ে যান নগরীর টিকাপাড়ার বাশার রোড এলাকার ‘কিটিক্যাট’ এ (কেয়ার এন্ড কিউর)। পুষিকে দেখান ‘পোষা প্রাণির আধুনিক এই চিকিৎসা কেন্দ্র’র ভেটেনারী সার্জন ডা. মো. নিয়ামত উল্লাহকে। বিড়ালটির পরীক্ষা-নিরীক্ষা করে সুস্থ হতে ব্যবস্থাপত্রে কিছু ওষুধও লিখে দেন তিনি। কিন্তু ‘সাজেস্ট’ করা ওষুধের দুই-একটি বাদে অন্য ওষুধগুলো কোথাও খুঁজে পাননি মিতুল। সেই সাথে একই গ্রুপের অন্য কোম্পানির ওষুধ কেনার বিষয়েও কোন তথ্য দিতে পারেননি ভেটেনারী সার্জন নিয়ামত উল্লাহ। অন্যদিকে মিতুলের পোশা বিড়ালটি আরোও গুরুতর অসুস্থ হলে মিতুল রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের কাছে অভিযোগ নিয়ে গেলে তিনি কিটিক্যাটের ভেটেনারী সার্জন ডা. মো. নিয়ামত উল্লাহর বিরুদ্ধে অভিযোগও গ্রহন করেন। কিন্তু বিড়ালটির এতটা অসুস্থতার পেছনে দ্বায়ী কে?
🟥 ঘটনা :২ রাজশাহী নিমতলা এলাকার তসিকুল ইসলামের তার পালিত ২টি বিড়ালকে চিকিৎসার জন্য নিয়ে যান ‘কিটিক্যাট’ প্রতিষ্ঠানের ভেটেনারী ডা: মো. নিয়ামত উল্লাহ কাছে। এরপর চিকিৎসাপত্র দেন। কিন্তু চিকিৎসাপত্র অনুযায়ী ওষূধ খাওয়ান। কিন্তু ওষূধ খাওয়ার ১/২ দিনের মধ্যেই বিড়াল দুটি মারা যায়। এরপরে তিনি রাজশাহী রাজপাড়া থানায় বিড়াল দুটির মৃত্যুর কারন জানিয়ে জিডি করেন। এ সময় কিটিক্যাটের ভেটেনারী ডা: মো. নিয়ামতউল্লাহ ক্ষতিপূরণ বাবদ ৪০ হাজার টাকা দিতে চাইলেও পরে থানাতে ভেটেনারী ডা: নিয়ামতউল্লাহ রাসিক মেয়রের জামাই আমার রুমমেট ছিলো বলে থানায় ভয় দেখান। এ ছাড়াও রাসিক মেয়রের মেয়ে অর্না জামান এই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বলেও ভয় দেখান অনেককেই। বিধায় অনেকের বিড়াল মারা গেলেও কেউ ভয়ে থানায় বা অন্য কোথাও কেউ অভিযোগ করতে চায়না।
🟥 ঘটনা ৩
রাজশাহী মহানগরীর চকপাড়া এলাকার ফারহান ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য উত্তরবঙ্গ প্রতিদিনের কাছে মুঠোফোনে ভেটেনারী সার্জন ডা. মো. নিয়ামতউল্লাহ'র বিরুদ্ধে অভিযোগ করে জানান - আমার বিড়ালের বাচ্চা গেলো আগস্ট মাসে ২ তারিখের দিকে অসুস্থ হলে আমি ভেটেনারী সার্জন নিয়ামতউল্লাহ'র কাছে নিয়ে যাই। কিন্তু অপচিকিৎসায় আমার বিড়ালের মৃত্যু হয়। আর প্রিয় পোশা প্রানীর মৃত্যু কতটা বেদনাদায়ক যারা পশুপাখী লালন পালন করেন শুধু তারাই জানেন।
➡ দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের লিংক
➡ দৈনিক কালের কন্ঠ - https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//www.kalerkantho.com/amp/online/country-news/2022/09/15/1183777
➡ সিল্কসিটি নিউজ - https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//silkcitynews.com/715611-2/
➡ স্যাটেলাইট চ্যানেল ২৪ -
🟥 ঘটনা ৪
এদিকে জাতীয় গনমাধ্যম চ্যানেল ২৪ ও রাজশাহীর শীর্ষ স্থানীয় দৈনিক সোনালী সংবাদ ও দৈনিক শানশাইনে মিতুলের অভিযোগটি প্রকাশ পাওয়ার সাথে ফেসবুকে কিটিক্যাট ও ডা: নিয়ামতুল্লাহর পক্ষে কয়েকজন সাফাই গেয়ে গনমাধ্যমকে বেয়াদব বলে আখ্যা দিয়েছেন। যাহার স্ক্রীনশটটি নিম্নে দেয়া হলো।
🟥 ঘটনা ৫
রাজশাহী মহানগরীর উপশহর এলাকার ফাহমিদাও উত্তরবঙ্গ প্রতিদিনের কাছে মুঠোফোনে কিটিক্যাটের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলেন - আমি আমার পার্সিয়ান বিড়ালের টেস্টের জন্য কে ভেটেনারী সার্জন ডা. মো. নিয়ামতউল্লাহ'র কাছে যাই এবং তার কথামত আল্ট্রাসনো করি।কিন্তু আল্ট্রাসনো করার পর তিনি জানান এই পার্সিয়ান ক্যাট গর্ভবতী এবং তার পেটে ৩টি বাচ্চা রয়েছে।
এরপর আমি আমার ব্যাক্তিগত কাজে ঢাকা গেলে সেখানে আমি ঢাকার গুলশানে অবস্থিত পেট জোন বিডিতে (petzonebd.com) পুনরায় আমার পার্শিয়ান ক্যাটের স্বাস্থ্য পরীক্ষা করাই। সেখানে বাংলাদেশ আর্মির সাবেক সিনিয়র ভেটেনারী সার্জন লে: কর্নেল ডা: শাহজাদা সার্বিক রিপোর্ট দেখার পর বলেন - বিড়ালটির পেটে একটি বাচ্চা রয়েছে। আমি তাদের জানালাম রাজশাহী কিটিক্যাট বলেছে ৩ টি বাচ্চা রয়েছে। তৎক্ষনাৎ ভেটেনারী সার্জন লে: কর্নেল ডা: শাহজাদা পুনরায় আমার পার্সিয়ান ক্যাটের পরীক্ষা করে জানান - রাজশাহী কিটিক্যাট আপনাকে ভুল তথ্য দিয়েছে অথবা তাদের টেস্ট মেশিনগুলও হয়তো যুগোপযোগী নয়। এই ঘটনার ১০/১৫ দিন পর আমার বিড়ালের ১টিই বাচ্চা হয়। এখন আপনারাই বলেন - এতকিছুর পরও কি কিটিক্যাট বা ডা: ভেটেনারী নিয়ামতউল্লাহকে ভরসা করা কতটুকু যুক্তিসঙ্গত?
🟥 ঘটনা ৬ ঃ এদিকে রাজশাহী টিকাপাড়ায় অবস্থিত কিটিক্যাটের বিষয়ে অনুসন্ধানে আরোও জানা যায় - কিটিক্যাটের আরেক পরিচালক প্রসেনজিৎ কুমারকে টিকাপাড়া এলাকার টিটু নামের একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা এলাকাবাসির সামনে বাধ্য হয়ে একটা থাপ্পড় মারেন।
এ বিষয়ে স্থানীয় এলাকাবাসির মধ্যে স্কুল শিক্ষক মমিন ইসলাম বলেন - যদি টিটু ভাই তাদের শাষন না করত তাহলে এলাকাবাসীর গন ধোলাইয়ের শিকার হতো কিটিক্যাটের সবাই।
স্কুল শিক্ষক মমিন ইসলাম আরোও বলেন এদের পশু চিকিৎসক ডা: নিয়ামতউল্লাহ নিজেকে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটনের জামাই রাবির ক্রপ সায়েন্স টেকনোলজি বিভাগের প্রভাষক রেজভী আহমেদ ভূঁইয়ার নিকটতম বন্ধু বলেও দাবি করেন এবং ঐ পশু চিকিৎসক দাম্ভিকতার সাথে বলেন- এই প্রতিষ্ঠানের উদ্বোধন কে করেছে জানেন কি ? এটা ডা: ফারিহা জামান অর্নার হাতে উদ্বোধন।
ফালতু লোকজন।কিছু যখন নিউজ করার পায়না তখন ভালো মানুষদের পিছে লাগে।ভাই অত্যন্ত অমায়িক মানুষ।কত শত শত কুকুর বিড়াল, এমনকি মানুষের বাচ্চাও ড্রেনে ফেলে আসতেছে তাদের নিয়ে নিউজ করতে পারেনা যারা প্রাণীদের ভালোবাসে সমাজের জন্য কিছু করে তাদের নিয়ে চুলকানি। বেয়াদবের দল😡😡😡
এবিষয়ে রাজশাহী শহর রক্ষা সংগ্রাম পরিষদের আহবায়ক জামাত খান বলেন - পরীক্ষনের জন্য পশু হত্যা আমাদের কাম্য নয়। কেউ পশুদের হত্যা করে এক্সপিতিমেন্ট চালায় তবে তাকে আইনের আওতায় আনা উচিৎ। এ বিষয়ে পশু সম্পদ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গের এগিয়ে আসা উচিৎ। নতুবা পশু হত্যার বিষয়ে রাজশাহী বাসী চুপাচাপ বসে থাকবেনা।
অন্যদিকে রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এমনেস্টি ইন্টারন্যাশনাল এর বাংলাদেশী একটিভিস্ট এবং সাংবাদিক এম.এ.হাবীব জুয়েল বলেন - প্রত্যেক ধর্মই জীবজন্তুর ওপর মানুষের অধিকার নিশ্চিত করেছে। প্রাণীদের সুষম খাদ্যগ্রহণ, সুস্থ-সুন্দর জীবনযাপনে তাদের প্রতি স্নেহশীল আচরণ সৃষ্টির সেরা মানব জাতি হিসেবে আমাদের কর্তব্য।কিন্তু কেউ যদি এই পশুপাখির ক্ষেত্রে অমানবিক হয় তবে তাকে অতি দ্রুত আইনের আওতায় আনা উচিৎ।
[embed]https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//www.youtube.com/watch?v=lvjwNd0hDqI[/embed]
উক্ত বিষয়ে রাজশাহী জেলা প্রশাষক আব্দুল জলিল বলেন - আমি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। তদন্তের নির্দেশনাও দেয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। আশা করি ন্যায় বিচার নিশ্চিত হবে ইনশাআল্লাহ।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com