Kashiadanga police arrested the accused within 24 hours of the murder in Rajshahi
রাজশাহীতে খুনের ২৪ ঘন্টার মধ্যেই আসামী গ্রেফতার করল কাশিয়াডাঙ্গা থানা পুলিশ

!রাজশাহীতে খুনের ২৪ ঘন্টার মধ্যেই আসামী গ্রেফতার করল কাশিয়াডাঙ্গা থানা পুলিশ

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন ::     পাওনা টাকা চাইতে গিয়ে রাজশাহী নগরীর এক তরুণকে হত্যা করা হয়েছে । গত সোমবার দিবাগত রাত ২টার দিকে রাজশাহী নগরীর হড়গ্রাম নতুনপাড়া চারখুটার মোড় এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে গতকাল রাতেই এক তরুণকে আটক করেছে পুলিশ।

 

নিহত ব্যক্তির নাম মো. রাব্বি (২৪)। তিনি হড়গ্রাম নতুনপাড়া এলাকার মৃত কালু মিয়ার ছেলে এবং স্থানীয় একটি বরফকলের শ্রমিক ছিলেন। এ ঘটনায় আটক তরুণের নাম মো. ইমন (২৪)। তিনি একই এলাকার মৃত ইব্রাহিম আলীর ছেলে।

 

কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানিয়েছে, রাব্বি ও ইমন এলাকায় পরস্পরের বন্ধু হিসেবে পরিচিত। তবে তাঁদের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে বেশকিছু দিন থেকে বিবাদ চলছিল। গতকাল গভীর রাতে রাব্বি ইমনের কাছে টাকা চাইতে গেলে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ইমন ধারালো অস্ত্র দিয়ে রাব্বিকে উপর্যুপরি কোপায়। হামলার সময় রাব্বিও নিজেকে বাঁচাতে ইমনকে আঘাত করেন। মারামারির একপর্যায়ে রাব্বি ঘটনাস্থলেই মারা যান।

 

পরে স্থানীয় লোকদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাব্বির মরদেহ উদ্ধার করে এবং ইমনকে আহত অবস্থায় উদ্ধার করে। ইমনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পাহারায় তাঁর চিকিৎসা চলছে।

 

রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, রাব্বির লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত মো. রাব্বির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ইমনের কাছে রাব্বির পাওনা টাকা ছিল। সেই টাকা চাইতে গিয়েই রাব্বি খুন হয়েছেন বলে তাঁর পরিবার দাবি করছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। ইমন সুস্থ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

 

———————————————–

News Source: Ref:  BSS।  UP।   PNS।  BNA।  UNB


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.