রাজশাহীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদল নেতা রকি’র বর্নাঢ্য র‍্যালীরাজশাহীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদল নেতা রকি’র বর্নাঢ্য র‍্যালী
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

📌 নিজস্ব প্রতিবেদক । উত্তরবঙ্গ প্রতিদিন :: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৭ অক্টোবর) বিকালে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন গণকপাড়া বাটারমোড় চত্ত্বরে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি সমাবেশের আয়োজন করে।

 

অন্যদিকে রাজশাহী মহানগরীর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুবদলের নির্বাহী সদস্য সরোয়ার পারভেজ রকির উদ্যোগে যুবদল সদস্য হাফিজুল ইসলাম আপেলসহ রাজপাড়া থানাধীন তেরখাদিয়া ও বিলসিমলা এলাকা থেকে বর্নাঢ্য র‍্যালী বের করেন। এসময় ৫০০ থেকে ৭০০ কর্মীর সমাগমে মুখরিত হয় র‍্যালীটি। পরবর্তীতে র‍্যালীটি রাজশাহী মহানগরীর বাটার মোড়ে গিয়ে শেষ হয়। 

 

রাজশাহী যুবদলের নির্বাহী সদস্য সরোয়ার পারভেজ রকি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে বলেন – শেখ হাসিনা গত ১৫ বছর জনগণের ওপর স্বৈরশাসন চাপিয়ে দিয়েছিলেন, সাড়ে ১২ কোটি ভোটারের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন। গণহত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে হাজারো শহীদের রক্তে রঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে মাত্র। ছাত্র–জনতার এই রক্তঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। আজ আমাদের যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীসহ দেশবাসীকে জানাই নতুন বাংলাদেশ গঠনের আগাম অভিনন্দন। 

 

আরোও উল্লেখ্য যে, এ সময় উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী মহানগরের সাবেক সদস্য সচিব মামুন অর রশীদ মামুন, সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়ালীউল হক রানা, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, নগরীর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, নগরীর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম জনি প্রমুখ।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন
UttorbongoProtidin Editor

By UttorbongoProtidin Editor

UttorbongoProtidin.Com 24/7 Bengali and English Newsportal from Bangladesh. Uttorbongo Protidin Covering all Latest, Breaking, Bengali Live, National, International, Sports, Entertainment & Exclusive Crime News.

You missed