jubodal-leader-shot-dead-in-rajshahi
রাজশাহীতে যুবদল নেতা গুলিবিদ্ধ

রাজশাহীতে যুবদল নেতা গুলিবিদ্ধ

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীতে আরিফুল ইসলাম জন (৪০) নামে এক যুবদল নেতাকে গুলি করার অভিযাগ উঠেছে মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। জনের মহানগর কমিটিতে পদ না থাকলেও যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন রাজারহাতা এলাকার আশরাফুল আলমের ছেলে ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম সরকারের ভাতিজা। মঙ্গলবার রাত ১০টার দিকে রাজারহাতা এলাকার নির্মাণাধীন কেন্দ্রীয় শহিদ মিনারের খোলা মাঠে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে।

 

 

আরিফুল ইসলাম জন অভিযোগ করেন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিজেই আমাকে গুলি করেছেন।

 

 

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে গ্যারেজে গাড়ি রাখা নিয়ে ছাত্রলীগ নেতা রাজিবের সঙ্গে যুবদল নেতা জনের কিছুটা ঝামেলা হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এদিকে মঙ্গলবার রাত ১০টার দিকে আরিফুল ইসলাম জন তার কয়েকজন অনুসারী নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় অবস্থান করছিলেন।

 

 

 

এ সময় ছাত্রলীগ নেতা দলবল নিয়ে সেখানে উপস্থিত হন। একপর্যায়ে রাজিব অস্ত্র বের করে জনকে গুলি করেন। এতে জনের হাঁটুর ওপরে একটি গুলি লাগে। রাত সাড়ে ১০টার দিকে জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

রাজশাহী আরএমপির বোয়ালিয়া মডেল থানার (ওসি) মাজহারুল ইসলাম বলেন, জন ১ জন মাদক ব্যবসায়ী। তার নামে বোয়ালিয়া থানায় দুটি মাদকের মামলা আছে। তবে রাজিবের সঙ্গে কেন তার দ্বন্দ্ব-পুলিশ এটিই জানার চেষ্টা করছে। বুধবার দুপুর পর্যন্ত জনের পরিবারের কেউ থানায় অভিযোগ করেননি। জন আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান (ওসি)।

 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.