Joy_injured_in_attack_by_kishor_gang_in_Rajshahi
রাজশাহীতে কিশোর গ্যাং এর হামলায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসলেন মতিহারের জয়

রাজশাহীতে কিশোর গ্যাং এর হামলায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসলেন মতিহারের জয়

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

হাবিব জুয়েল || উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহী মহানগরীর মতিহার এলাকায় আবারো বেসামাল হয়ে উঠেছে কিশোর গ্যাং। হত্যাকাণ্ড, সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি, মাদক বিক্রি ও মাদক গ্রহণ ছাড়াও তারা চুরি ছিনতাইয়ের মতো অপরাধে জড়াচ্ছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের তারা উত্ত্যক্ত ও যৌন হয়রানি করছে।

 

 

তবে  বছর  খানেক আগে রাজশাহী মহানগরীতে প্রায় ৬০০ জন কিশোর গ্যাংয়ের সদস্যের ডাটাবেজ তৈরি করেছিল রাজশাহী পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। এদের মধ্যে প্রায় ২০০ সদস্য রাজশাহী মতিহার থানা এলাকার। 

 

 

সেই ধারাবাহিকতায় ঈদুল আযহার ২ দিন মতিহার থানা এলাকার কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত হয়েছেন জয় নামের এক যুবক। আহত জয় বাংলাদেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান “বেষ্ট ইলেকট্রনিক্স” এর রাজশাহী নিউমার্কেট শাখার এখন প্রফেশনাল টেকনিশিয়ান। তবে গুরুতর আহত জয়ের পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দেয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ভুক্তভোগী পরিবার।

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানার ১৮ ই জুন ২০২৪ সালের ২২/১৫২ মামলার সূত্রে জানা যায়,  মতিহার থানাধিন চরসাতবাড়িয়া পূর্বশত্রুতার জের ধরে জয় (২০) নামে এক যুবককে কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশি অস্ত্র দিয়ে  পিটিয়ে গুরুতর আহত করেছে। উক্ত ঘটনায় হামলার শিকার জয় এর মা মিরা বেগম ১৮/০৬/২৪ তারিখ  মঙ্গলবার  বাদী হয়ে কিশোর গ্যাংয়ের সদস্য মো: জীবন মো: সাগরসহ ৫ জনসহ অজ্ঞাত ৪/৫ জন কে আসামি করে মতিহার থানায় মামলা দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে আরোও জানা যায়, মতিহার থানাধীন চরসাতবাড়িয়া ওয়াবদা ঘাটে মিরা বেগম এর ছেলেকে একা পেয়ে , রাত ৮ টার সময় বিবাদী ১.জীবন ২.সাগর ৩.শিহাব উদ্দিন ৪.সাকিব ৫.খোকন ৬.বুদ্ধি ৭.আতিকুল সহ আর ৪/৫ জনের হাতে থাকা দেশীয় অস্ত্র জিআই পাইপ, চাইনিজ কুড়াল রামদা দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে।

 

এ সময় জয়ের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে কিশোর গ্যাং এর সদস্যরা আহত জয় কে ভয়ভীতি হুমকি দিয়ে ফেলে রেখে পালিয়ে যায় । পরবর্তীতে এলাকাবাসির সহযোগিতায় আহত জয়কে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ নাম্বার ওয়ার্ডে ভর্তি করা হয়।

 

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান – কিশোর গ্যাং এর হামলায় আহত জয়ের শরীরে ৪০টি সেলাই দেয়া হয়েছে এবং বাম হাত জিআই পাইপের আঘাতে ভেঙ্গে কয়েক টুকরো হয়ে গিয়েছে।  তাছাড়াও  তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। 

 

সার্বিক বিষয় উক্ত মামলার বাদী ও আহত জয়ের মা মিরা বেগম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান –  কিশোর গ্যাং এর লোক জন বিভিন্ন ভাবে মামলা তুলে  নেয়ার জন্য হুমকি প্রদান করে যাচ্ছে। মামলা না তুললে, তারা আবার আমার অন্য ছেলেকে কিংবা আমাদের বাড়িতে ঢুকে হামলা চালাবে বলে প্রকাশ্যে ভয় দেখাচ্ছে।

 

 

এদিকে কিশোর গ্যাং এর হামলায় আহত জয়ের মামলার তদন্তকারী কর্মকর্তা রাজশাহী মতিহার থানার এসআই সুনিরামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান – আমরা এখন পর্যন্ত অভিযান চালিয়ে ১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আর বাকি আসামীরা পলাতক আছে। তবে প্রয়োজনে প্রযুক্তির সহায়তা আমরা তাদের অতি শিঘ্রই গ্রেফতারের ব্যবস্থা নেব। কেননা কিশোর গ্যাং এর সদস্যরা সর্বত্রই আইন শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে লিপ্ত।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.