অন্যদিকে আজ বিএনপি ও বিরোধীদের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে রাজশাহীতে দূরপাল্লার বাস চলাচল করছে না। নাটোরে বাস পোড়ানোর ঘটনায় সকালের দিকে রাজশাহী থেকে স্থানীয় বাসগুলোও ছেড়ে যায়নি। তবে দুপুরের দিকে উপজেলা ও স্থানীয় জেলাগুলোতে অল্প কিছু বাস চলছে। রাজশাহী থেকে সবগুলো ট্রেন ঠিক সময়েই ছেড়ে গেছে। ট্রেনগুলোতে যাত্রী ৭০ শতাংশের মতো ছিল।
তবে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। দলটি এত দিন খুব ভোরে মিছিল করলেও আজ সকাল ৯টার দিকে রাজশাহী নগরের ব্যস্ততম অলকার মোড় এলাকায় কর্মসূচি পালন করে। এতে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল। ওই এলাকায় কয়েক মিনিটের মিছিল শেষে তিনি বক্তব্য দেন।
এদিকে হরতালের বিষয়ে রাজশাহী জেলা সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক উত্তরবঙ্গ প্রতিদিনকে জানান, ভোরে নাটোরে বাস পোড়ানো হয়েছে। তাই তাঁরা আজ সকালে আন্তজেলার বাসগুলো চালাতে পারেননি। বেলা বাড়ার পর কিছু যাত্রী পাওয়া যাচ্ছে। তাই কিছু বাস আশপাশের জেলা ও উপজেলাগুলোতে চলাচল করছে। তবে ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরগামী বাস চলাচল করছে না।
সর্বশেষ রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম উত্তরবঙ্গ প্রতিদিনকে বলেন, আজ সব ট্রেনই সিডিউল অনুযায়ী ছেড়ে গেছে। যাত্রী কম ছিল। ৭০ শতাংশের মতো। ট্রেন চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com