কুমিল্লার ঘটনায় প্রধান আসামী ইকবাল গ্রেফতার
কুমিল্লার ঘটনায় প্রধান আসামী ইকবাল গ্রেফতার

কুমিল্লার ঘটনায় প্রধান আসামী ইকবাল গ্রেফতার

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

কুমিল্লা প্রতিনিধি,উত্তরবঙ্গ প্রতিদিন :: কুমিল্লা নগরীর পূজামণ্ডপ থেকে পবিত্র কোরআন শরিফ উদ্ধার ও মণ্ডপে হামলার ঘটনায় সন্দেহভাজন ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার সৈকত থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নোয়াখালীতে পূজামণ্ডপে হামলার ঘটনায় যারা জড়িত তাদের মধ্যেও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ বলছে, ইকবাল হোসেন কুমিল্লা নগরীর পার্শ্ববর্তী একটি মসজিদ থেকে পবিত্র কোরআন শরীফ সংগ্রহ করে নানুয়ার দীঘির পাড় পূজামণ্ডপে রাখেন। বিষয়টি সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ও গোয়েন্দা সংস্থা নিশ্চিত হয়।

গেল বুধবার গণমাধ্যমে ইকবাল হোসেনের নাম আসায় তোলপাড় সৃষ্টি হয়। তবে কোরআনটি কোথায় থেকে আনা হয়েছিল এটা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়।

বৃহস্পতিবার গনমাধ্যম কর্মীদের হাতে আসা একটি সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, নানুয়ার দীঘির পাড়ের অদূরে দারোগাবাড়ি মাজারের মসজিদ থেকেই কোরআন শরীফটি সংগ্রহ করে মণ্ডপে রাখেন ইকবাল।

পুলিশ জানায়, পরিবারের তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে ইকবাল হোসেন সবার বড়। এলাকায় ভবঘুরে হিসেবে পরিচিত ইকবাল প্রায়ই নেশা করতো। নেশার টাকার জন্য পরিবারের শোকজনের ওপর ক্ষিপ্ত হতো সে। কখনো বাস চালকের সহকারী, কখনো রং মিস্ত্রি হিসেবে কাজ করলেও নেশার জগতে পা রাখায় কোথাও তাকে লোকজন কাজে রাখতে চাইতো না।

প্রথম বিয়ে করেন বরুড়ায়। আয়েশা বেগম নামে তার সেই স্ত্রীর সঙ্গে পাঁচ বছর আগে বিচ্ছেদ হয়। সেই সংসারে তার এক ছেলে রয়েছে। দ্বিতীয় বিয়ে করেন চৌদ্দগ্রামের কাদৈ গ্রামের রুমি আক্তারকে। অন্তঃসত্ত্বা রুমিও তাকে ছেড়ে গেছেন। আদালতে মামলাও করেছেন। সেই সংসারে তার একটি মেয়ে আছে।

কে এই ইকবাল ?

ঘটনার পর থেকেই ইকবালের বাবা নুর আহমেদ আলম, মামা তাজুল ইসলাম ও ভাই সাফায়েত হোসেনকে নিয়ে পুলিশ একাধিক স্থানে অভিযান চালায়।

ইকবালের মা বিবি আমেনা বেগম বলেন, ‘আমার ছেলে নেশা করে। নেশার টাকার জন্য স্ত্রী ও আমাদের মারধর করতো। ১০/১২ বছর আগে সে নেশা শুরু করে। পরে বাসে ও রংয়ের কাজ করতে দেওয়া হলেও নেশার কারণে কেউ তাকে কাজে রাখতে চায়নি।’

APnews


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.