প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৪, ৫:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২২, ৭:৩৮ অপরাহ্ণ
রাজশাহীতে পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী( ভিডিওসহ )
স্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীতে পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার সকালে রাজশাহী মহানগর পুলিশ লাইন্সে প্রধান অতিথি হিসেবে এই জাদুঘরের উদ্বোধন করেন তিনি। জাদুঘরে মহান মুক্তিযুদ্ধে রাজশাহীতে শহীদ হওয়া পুলিশ সদস্যদের নানা জিনিস স্থান পেয়েছে। এটির উদ্বোধনের পর মাদক ও জঙ্গিবিরোধী সমাবেশে অংশগ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশ' বইয়ের মোড়ক উন্মোচন এবং শহীদ পুলিশ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করেন তিনি।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন, জেলা প্রশাসক আব্দুল জলিল, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন প্রমুখ।
[embed]https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//www.youtube.com/watch?v=y_2sgG6BxhY[/embed]
news Source: Ref: BSS। UP। PNS। BNA। UNB । dbcnews । Google News। Yahoo news । Bing news ।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com
উত্তরবঙ্গ প্রতিদিন Google Business And Google News Verified একটি প্রতিষ্ঠান। ২০২০ সালে উত্তরবঙ্গ প্রতিদিন উইকিপিডিয়ার নিবন্ধনভুক্ত হয়।২০২১ সালে উত্তরবঙ্গ প্রতিদিন Trusted Site Certificate এবং DMCA সার্টিফিকেট পায়।