Home-for-Journalists-promise-by-mayor-liton
রাজশাহীতে এই প্রথম সাংবাদিকদের জন্য আবাসন প্রকল্পের প্রতিশ্রুতি দিলেন মেয়র লিটন

নির্বাচিত হলেই রাজশাহীতে সাংবাদিকদের জন্য আবাসন প্রকল্পের প্রতিশ্রুতি দিলেন যে জনপ্রতিনিধি

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: আজ বুধবার (১০ মে) দুপুরে নগর ভবনের সিটি হলরুমে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক  মতবিনিময় সভার আয়োজন করেন । উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় শহীদ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এ.এইচ.এম কামরূজ্জামানের পুত্র ও বাংলাদেশ আওয়ামী  লীগের  কেন্দ্রীয় কমিটির উপদেস্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন

 

 

মত বিনিময় সভায় রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন  রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের বিষয়ে বলেন – আমার সাংবাদিক ভাইবৃন্দ রাস্ট্রের ৪র্থ স্তম্ভ বিধায়  রাজশাহী সিটি কর্পোরেশন, আরডিএ ও সংশ্লিষ্ট অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার সাথে আলাপ করে জায়গা চিহ্নিত করে সাংবাদিকদের আবাসনের জন্য বহুতল ভবন নির্মাণ পরিকল্পনা গ্রহণ করব ইনশাআল্লাহ। এক্ষেত্রে রাজশাহীর সকল সাংবাদিকদদের সহযোগীতা আমার কাম্য। আমি চাই শিক্ষা নগরী খ্যাত গ্রীন সিটিতে সাংবাদিকরাও সুখ স্বাচ্ছন্দ্যে যেন বসবাস করতে পারেন। তাছাড়াও জনগন তথা রাষ্ট্রের সকল স্তরের জন দুর্ভোগ, জন উন্নয়ন, প্রগতি,আইন, শিক্ষা, ব্যবসা বানিজ্যের সকল ধরনের অভাব অভিযোগের সংবাদ তুলে ধরেন কিন্তু তাদের কথা কেউ ভাবেনা। তাই সাংবাদিক ভাইদের জন্য আবাসন প্রকল্প গড়ে তোলার চেস্টা করব।

 

 

সাংবাদিকদের উদ্দেশ্য করে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আরোও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সর্বক্ষেত্রে উন্নয়ন দৃশ্যমান হয়েছে। রাজশাহীতেও উন্নয়ন দৃশ্যমান, উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে চাই। রাজশাহী সিটির আয়তন কয়েকগুন বৃদ্ধি করা হবে। যানজটমুক্ত শহর গড়তে নগরীতে ৫টি ফ্লাইওভার নির্মাণ করা হবে। রাজশাহীর উন্নয়নে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই। 

 

rajshahi-city-mayor-meeting-with-journalists
রাজশাহীতে সাংবাদিকদের জন্য আবাসন প্রকল্পের প্রতিশ্রুতি দিলেন যে জনপ্রতিনিধি

 

তবে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাজশাহীতে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ। 

 

 

এ বিষয়ে রাজশাহী থেকে প্রকাশিত নিউজ পোর্টাল উত্তরবঙ্গ প্রতিদিনের প্রধান সম্পাদক ও জাতীয় দৈনিক আমার সংবাদের ব্যুরো প্রধান এবং রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি এম.এ. হাবীব জুয়েল বলেন – জাতীয় শহীদ নেতার সুযোগ্য পুত্র রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন আবারোও প্রমান করলেন তিনি সকল পেশার মানুষের জন্য নিবেদিত প্রান। তিনি এও প্রমান করতে সক্ষম হয়েছেন যে, সাংবাদিকরা সব সময় অবহেলিত তাই তাদের পাশেও দাঁড়ানো উচিৎ। কিন্তু নিরপেক্ষভাবে বলাই যায় যে, রাজশাহী শহরে বিভিন্ন রাজনৈতিক  নেতৃবৃন্দ রয়েছেন কিন্তু সাংবাদিকদের জন্য এই প্রথম কোন নেতা সাংবাদিকদের জন্য কিছু করার প্রতিশ্রুতি দিয়েছে। শুধু আমি নই, প্রকল্পটি বাস্তবায়ন হলে রাজশাহীর সকল সাংবাদিকবৃন্দ চির কৃতজ্ঞ থাকবেন এই সফল মেয়রের কাছে।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.