সুস্থ হয়ে বাড়ি ফিরছেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক
সুস্থ হয়ে বাড়ি ফিরছেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক

সুস্থ হয়ে বাড়ি ফিরছেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক। উত্তরবঙ্গ প্রতিদিন :: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রায় তিন সপ্তাহ চিকিৎসা শেষে কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে রাজশাহীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।নিউমোনিয়া ও হার্টের সমস্যা সেরে উঠায় চিকিৎসকের পরামর্শেই ঢাকা থেকে রাজশাহীর বাসায় নেওয়া হচ্ছে বলে জানান তার ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইমতিয়াজ হাসান।

তিনি বলেন, “বিপদটা এখন কেটে গেছে। নিউমোনিয়া ও হার্টের সমস্যা সেরে উঠেছেন। বাবাকে সকাল ১১টায় ঢাকায় থেকে রওয়ানা দিয়েছি আমরা।” সার্বিক শারীরিক অবস্থা নিয়ে তিনি বলেন, “বার্ধক্যজনিত নানা সমস্যা তো রয়েছে। চিকিৎসকের পরামর্শ মতো চলতে হবে এখন। লবণের ঘাটতি পূরণ ও ফিজিওথেরাপি নিতে হবে।”

৮২ বছর বয়সী এ কথাসাহিত্যিক মাস খানেক আগে বাথরুমে পড়ে কোমরে ব্যথা পান। এরপর থেকে তিনি বিছানাগত। ১৬ অগাস্ট বেশ অসুস্থ হয়ে পড়েন। এরপর উন্নত চিকিৎসার জন্য ২১ অগাস্ট রাজশাহী থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় এনে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়।

ইমতিয়াজ হাসান বলেন, “বাবার ক্রনিক সমস্যা তো থাকবেই। আজ ডিসচার্জ দিয়েছে চিকিৎসক, তাই আমরারা নিয়ে আসছি।”আইসিইউ সুবিধাসহ একটি অ্যাম্বুলেন্সে করে হাসান আজিজুল হককে রাজশাহীতে নেওয়া হয়।

উল্লেখ্য যে, হাসান আজিজুল হক ১৯৭৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে শিক্ষকতা শুরু করেন। ২০০৪ সালে অবসরে যান।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.