প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৪, ৮:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২২, ৮:০৮ অপরাহ্ণ
পুঠিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
থানা প্রতিনিধি, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীর পুঠিয়া উপজেলায় বন্যা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার জিউপাড়া ইউনিয়নের ডাঙাপাড়া গ্রামের নিজাম উদ্দিনের দ্বিতীয় স্ত্রী। সুরতহাল প্রতিবেদন শেষে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।রাজশাহী পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন উত্তরবঙ্গ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেন।
ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, ঘটনার রাতে ওই গৃহবধূ বাড়িতে একাই ছিলেন। আর গলায় রশি দিয়ে ঘরের জানালার সঙ্গে তার মরদেহ ফাঁস দিয়ে রাখার মতো বাঁধা ছিল। স্থানীয়রা এটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর প্রাথমিক তদন্তে তার মৃত্যু অস্বাভাবিক লাগছে। তবে পূর্বপরিকল্পিতভাবে তিনি হত্যাকাণ্ডের শিকার কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, যে কারণে মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com
উত্তরবঙ্গ প্রতিদিন Google Business And Google News Verified একটি প্রতিষ্ঠান। ২০২০ সালে উত্তরবঙ্গ প্রতিদিন উইকিপিডিয়ার নিবন্ধনভুক্ত হয়।২০২১ সালে উত্তরবঙ্গ প্রতিদিন Trusted Site Certificate এবং DMCA সার্টিফিকেট পায়।