মাওলানা মুহাম্মাদ আবদুল মাজীদ, উত্তরবঙ্গ প্রতিদিন :: কুরআনে কারীম সর্বশেষ আসমানী কিতাব, যা মহান রাব্বুল আলামীন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। কুরআনে কারীমের তিলাওয়াত এবং এর বিধানাবলির অনুসরণের মধ্যেই মানব জাতির হেদায়েত ও সফলতা নিহিত। এর মাধ্যমেই মানুষ আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে পারে। যে ব্যক্তি এ কুরআনকে সর্বক্ষেত্রে শিক্ষক ও সিদ্ধান্তদাতা রূপে গ্রহণ করবে দোজাহানের সফলতা কেবল তারই নসীব হবে।
সুতরাং কুরআনে কারীমের সাথে আমাদের আস্থা, ভালোবাসা ও সমর্পণের সম্পর্ক গড়ে তুলতে হবে। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে মানব জাতির যে প্রভূত কল্যাণ নিহিত, মানুষের উপর এই মহাগ্রন্থের যে ইহসান ও অনুগ্রহ তার দাবি হল, মানুষ কুরআনে কারীম এবং কুরআনের বার্তা ও শিক্ষা সম্বন্ধে বিস্তারিত জানার চেষ্টা করবে। কুরআনের পরিচয় লাভের এবং এর মাহাত্ম্য-বৈশিষ্ট্য সম্বন্ধে অবগতি লাভের একটি উপায় এর নাম-পরিচয় এবং এর উপাধি ও বিশেষণসমূহের মর্ম ও তাৎপর্য অনুধাবন করা। সর্বোপরি কুরআনে কারীমের যেসব নাম ও বিশেষণ খোদ কুরআনে কারীমে বর্ণিত হয়েছে সেসবের তাৎপর্য অনুধাবন করলে আমরা বুঝতে পারব, কুরআনের সাথে আমাদের সম্পর্ক কতটা গভীর হওয়া প্রয়োজন।
পূর্নাঙ্গ কোরআন শরীফ পড়তে নিচের লিংকে ক্লিক করুন
পূর্নাঙ্গ কোরআন শরীফ ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com