Fraud by showing temptation to give job in police in Rajshahi
Fraud by showing temptation to give job in police in Rajshahi

রাজশাহীতে পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

স্টাফ রিপোর্টার। উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীতে কনস্টেবল পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে হাবিব রহমান (২৬) এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বাগমারা থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার হাবিব বাগমারা উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত হাকিম শাহর ছেলে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলম জানান, উপজেলার সাইধারা গ্রামের জাফর হোসেনের ছেড়ে আব্দুল হাইকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে হাবিব নয় লাখ টাকার চুক্তি করেন। একই সঙ্গে কৌশলে ব্যাংকের চেকের দুটি পাতা এবং একশ’ টাকা মূল্যের তিনটি ননজুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্প নেন। এ ছাড়া পুলিশ নিয়োগ পরীক্ষার আগে হাবিব প্রার্থী আব্দুল হাইয়ের কাছ থেকে নগদ ৫৭ হাজার টাকা নেন।

পরবর্তী সময়ে আব্দুল হাই নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হলে হাবিবের কাছ থেকে টাকা, ব্যাংকের চেক ও স্ট্যাম্প ফেরত চান। হাবিব সেসব ফেরত না দেওয়ার জন্য টালবাহানা শুরু করেন ও বিভিন্নভাবে ভয়ভীতি-হুমকি প্রদর্শন করেন এবং মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আরও জানান, এ বিষয়ে বাগমারা থানায় একটি প্রতারণা মামলা হয়েছে। হাবিবকে গ্রেফতারের পাশাপাশি তার কাছ থেকে ওই টাকা, ব্যাংকের চেকের পাতা এবং স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।


 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.