নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীতে অপহরণকারী চক্রের একটি টর্চার সেলে অভিযান চালিয়েছে পুলিশ। আজ শনিবার ভোররাতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ দল, কুইক রেসপন্স টিম (সিআরটি) এবং বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট যৌথভাবে এই অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ অপহরণ করে মুক্তিপন আদায় চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে নগরীর হেঁতেমখা এলাকার একটি দুইতলা বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা হেতেমখাঁ এলাকার জোয়াদুল আহাদ খান ফারুকের ছেলে আরেফিন আহাদ খান সানি (৪২), আজাদ আলীর ছেলে মোস্তাক আহম্মেদ ফাহিম (২২), নুরুজ্জামানের ছেলে পারভেজ (২৭) ও চন্দ্রিমা থানার মেহেরচন্ডি এলাকার আলম সরকারের ছেলে সাব্বির সরকার (২৫)।
রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপ-কমিশনার (ডিসি)আল মামুন জানান, গ্রেপ্তাকৃতরা বিভিন্ন সময় নানা শ্রেণি পেশার মানুষকে অপহরণ করে দেশিয় অস্ত্র প্রদর্শণের মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ দাবি করতো। তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ অনেকই রয়েছে। এদের কারোও কারোও নামে চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ, মাদক ব্যবসা পরিচালনার মত অভিযোগ রয়েছে। তবে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজশাহাই বোয়ালিয়া মডেল থানায় একটি অপহরণ ও একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের অন্যান্য সদস্যদের ধরতে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিবি ডিসি আল মামুন আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারি লোকনাথ স্কুলের সামনে থেকে দেলোয়ার হোসেন নামের জনৈক ১ ব্যক্তিকে তারা কৌশলে অপহরণ করে সানির বাড়িতে নিয়ে যায়। এরপর সেখানে তাদের টর্চার সেলে দেলোয়ারকে নির্যাতন করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরনকারীরা । পরে ভিকটিম তার পরিবারের সদস্যদের কাছ থেকে ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে ৫০ হাজার টাকা মুক্তিপণ নেয়। মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়ে ভিকটিম দেলোয়ার বিষয়টি তৎক্ষনাৎ ডিবি পুলিশকে জানায়। এরপরেই রাজশাহী মহানগরীর এই দুর্ধর্ষ অপহরনকারী চক্রকে গ্রেফতার করতে সচেষ্ট হয় রাজশাহী মহানগর ডিবি।
আরোও উল্লেখ্য যে, চলতি মাসেই অপহরনকারী চক্র একইভাবে আরোও ৪ জনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে মুক্তি দিয়েছে বলেও জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এই ডিসি।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com