হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী শাকিল উদ্দিন আহমেদ গত ৮ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন বলে জানান ওসি শাকিলের আইনজীবী আসলাম সরকার।
আজ রোববার সেই জামিন আবেদনের শুনানি শেষে তাকে কারাগারে পাঠিয়েছেন বিচারক।
এর আগে হত্যাকাণ্ডের শিকার শ্রমিক নেতা নুরুল ইসলামের মামলার এজাহার পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ এনে তার মেয়ে নিগার সুলতানা হাইকোর্টে রিট করেন।
প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মেলায় ওসি শাকিলকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। তাছাড়া ওসিকে কেন সাময়িক বরখাস্ত করা হবে না এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে নির্দেশ কেন দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয় রুলে।
নুরুল ইসলামকে হত্যার ঘটনায় তার মেয়ে নিগার পুঠিয়া থানায় আবদুর রহমানসহ আটজনের নাম উল্লেখ করে এজাহার দাখিল করেছিলেন। কিন্তু পরে ওসি শাকিল উদ্দিন তাকে এজাহার সংশোধন করতে বলেন। পরে সংশোধিত এজাহার দাখিল করা হয়।
ওই এজাহারে অনুসারে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়। তবে আসামি হিসেবে নিগারের উল্লেখ করা ৮ জনের নাম ছাড়াই মামলা হয়।
অর্থাৎ নিগারের দাখিল করা এজাহার বদলে দেওয়া হয়। এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তপক্ষের কাছে আবেদন করেন নিগার। কিন্তু তাতে কোনো ফল না পেয়ে তিনি হাটকোর্টে রিটটি করেন।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com