cricketer Rubel
cricketer Rubel

ক্যান্সারের কাছে হার মানলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার রুবেল

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন ::   ব্রেইন টিউমারের কাছে হার মানলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। ব্রেইন টিউমারের সঙ্গে দীর্ঘ তিন বছরের লড়াই শেষে অবশেষে পরপারে পাড়ি জমালেন এই অফ স্পিনার।

 

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

 

কয়েকদিন আগেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন মোশাররফ রুবেল। তবে মঙ্গলবার হুট করে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

২০১৯ সালের রুবেলের মস্তিস্কে টিউমার ধরা পড়ে। এরপর সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণের পর বেশ খানিকটা সেরে উঠেছিলেন। ক্রিকেটে ফেরার চেষ্টাও করেছিলেন। তবে করোনা মহামারীতে থমকে যায় রুবেলের ক্রিকেটীয় কার্যক্রম। এ সময় আবারও মাথাচাড়া দিয়ে ওঠে টিউমার। এরপর তা ক্যান্সারে রূপ নেয়।

 

নতুন করে টিউমার ধরা পড়ার পর শরীরের এক পাশ অবশ হয়ে যায়। গত কয়েক মাস তাই হাসপাতালের বিছানায় কাটাতে হয়েছে তাকে। সর্বশেষ গত ১৪ মার্চ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা নিয়ে রুবেল বাসায় ফেরেন গত ১৫ এপ্রিল। বাসায় থাকাকালে হুট করে আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি।

 

বাংলাদেশ জাতীয় দলের হয়ে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলেছেন মোশাররফ রুবেল। ঘরোয়া ক্রিকেটেও যথেষ্ট সফল একজন ক্রিকেটার ছিলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১২ ম্যাচ খেলে তার ঝুলিতে আছে ৩৯২ উইকেট। ব্যাট হাতে দুইটি সেঞ্চুরি ও ১৬টি হাফসেঞ্চুরিতে ৩ হাজার ৩০৫ রান সংগ্রহ করেছেন তিনি। তার মৃত্যুতে দেশের ক্রিকেটে শোক নেমে এসেছে।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.