রাজশাহীর পাঁচ নারী পেলেন জয়িতা সম্মাননা 
রাজশাহীর পাঁচ নারী পেলেন জয়িতা সম্মাননা 

রাজশাহীর পাঁচ নারী পেলেন জয়িতা সম্মাননা 

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

 

ষ্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন ::  বিভাগীয় পর্যায়ে বিজয়ী শ্রেষ্ঠ পাঁচ জয়িতা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী শ্রেষ্ঠ জয়িতা সিরাজগঞ্জ সদরের সানজিদা আক্তার শিমু, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী শ্রেষ্ঠ জয়িতা রাজশাহী মহানগরীর সপুরা এলাকার ড. হোসনে আরা আরজু, সফল জননী নারী হিসেবে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন বগুড়ার নন্দীগ্রামের বুলবুলি রানী বর্মণ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করে এই ক্যাটাগরিতে জয়িতা হয়েছেন বগুড়ার ধুনটের ফৌজিয়া হক বীথি ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখে জয়িতা হয়েছেন পাবনা সদরের কামরুন নাহার।

 

 

প্রতিমন্ত্রী বলেন, সমাজের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী। আর নারীদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত এ দেশকে শুধু পুনর্গঠনই করেননি, নারীর অধিকার নিশ্চিত করেছেন। স্বাধীনতা সংগ্রামে নির্যাতিত নারীদের বীরাঙ্গনা উপাধি দিয়ে সংবিধানের মাধ্যমে নারীদের অধিকার নিশ্চিত করেছেন। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দক্ষিণ এশিয়ার শীর্ষে।

 

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে কাজ করে যাচ্ছেন। দেশের প্রতিটি ক্ষেত্রে এখন নারীদের সমান বিচরণ। করোনাকালেও নারী উদ্যোক্তাদের জন্য প্রণোদনার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী। ৬৪ জেলায় নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

 

করোনাকালে ১০ লাখ ৪০ হাজার নারীকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগে উদ্যোক্তাদের জন্য স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে।

 

আর জীবন সংগ্রামে অদম্য জয়িতাদের জন্য প্রতিটি বিভাগে ১০ তলা ভবনের পরিকল্পনা নেওয়া হয়েছে; যা দ্রুতই বাস্তবায়ন হবে। এছাড়া কর্মজীবী  ও পিছিয়ে পড়া নারীদের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। আর জয়িতা সম্মাননার মাধ্যমে অন্য নারীরাও উৎসাহ-উদ্দীপনা পাচ্ছেন বলে জানান প্রতিমন্ত্রী।

 

সম্মাননা প্রদান অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার (এনডিসি) ড. জিএসএম জাফরউল্লাহের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন- মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার। 

 

এছাড়া রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিন আক্তার রেনী, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপকমিশনার সাজিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


Ref:  BSS।  UP।   PNS।  BNA।  UNB

 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.