FIFA-world-cup-2022
মরুর বুকে যেভাবে পর্দা উঠল ফিফা বিশ্বকাপ ২০২২ ফুটবল আসরের

পর্দা উঠল ফিফা বিশ্বকাপ ২০২২ ফুটবল আসরের

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

কাতার থেকে শামসুজ্জামান :: ফিফা বিশ্বকাপ একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা যেখানে ফিফা সহযোগী দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয়। ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা। ১৯৩০ সালে এই প্রতিযোগিতা শুরু হয় এবং এখন পর্যন্ত চার বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে। মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি।

 

 

 

দীর্ঘ ৪ বছর শেষে আবারও সেই মাহেন্দ্রক্ষণ। বর্নাঢ্য আয়োজনে কাতারে পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের ২২ তম আসরের মাঠের লড়াই। বাংলাদেশ সময় আনু: ৭ টার দিকে আগেই পর্দা উঠেছে কাতার বিশ্বকাপের। মাঠের লড়াইয়ের আগে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু ‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের।রবিবার (২০ নভেম্বর ২০২২) কাতারের আল-বায়াত স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো ৩২ দলের শ্রেষ্ঠত্বের লড়াই। মরুর বুকে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদবোধন করা হয় এবারের ফুটবল বিশ্বকাপের। কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানের। এরপর তুলে ধরা কাতারের ঐতিহ্য। 

 

 

 

 

অনুষ্ঠান মঞ্চে আসেন হলিউড তারকা মরগান ফ্রিম্যান। এসময় আশা, ঐক্য, সহনশীলতার বার্তা দেন তিনি। এসময় মঞ্চে ছিলেন শত শত ডান্সার এবং সঙ্গীত শিল্পী। এসময় ফুটবলপ্রেমীরা উল্লাস করে ও দাঁড়িয়ে হাঁট নাড়ে। এরপর মঞ্চে বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২ দলকে উপস্থাপন করা হয়। এছাড়া এবারের বিশ্বকাপের বৃহৎ আকারের মাস্কাট প্রদর্শণ করা হয়।শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিখ্যাত মিউজিক ব্র‍্যান্ড বিটিএস (BTS) পারফর্ম করছিল।

 

https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//www.youtube.com/watch?v=hKjj5o5JPFA


International  News Source & Ref : CNN  BBC  AL-Jazira AP NY TIMES   Google News  Yahoo news   Bing


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.