fake_nsi_arrested_in_rajshahi
রাজশাহীতে এবার পুলিশের জালে ভুয়া এনএসআই কর্মকর্তা আটক

রাজশাহীতে এবার পুলিশের জালে ভুয়া এনএসআই কর্মকর্তা আটক

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহী মহানগরীতে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) ফিল্ড কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে একজন প্রতারককে গ্রেফতার করেছে চন্দ্রিমা থানা পুলিশ। ঐ ব্যাক্তির নাম মেহেদী হাসান।

 

 

 

আজ সোমবার (৪ মার্চ) বিকেলে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মেহেদী হাসান রাজশাহী মহানগরীর সাধুর মোড় এলাকার বাসিন্দা।

 

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, মেহেদী হাসান এনএসআইয়ের ফিল্ড অফিসার পদে কর্মরত ছিলেন। শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে ২০১২ সালে চাকরি থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেওয়া হয়। সোমবার বিকেলে তিনি পদ্মা আবাসিক এলাকায় ৬ নম্বর রোডে আরডি এইড ফার্মা অফিসে এনএসআই সদস্য পরিচয় দিয়ে পাঁচ লাখ টাকা দাবি করেন। সে অফিস থেকে খবর দিলে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেহেদীকে আটক করে।

 

 

ওসি মাহবুব  আরও বলেন, তার কাছ থেকে এনএসআইয়ের একটি ভুয়া আইডি কার্ড পাওয়া যায়। সেইঅভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

 

এদিকে অনুসন্ধানে আরোও জানা যায়, এই ভুয়া এনএসআই অফিসার মেহেদী হাসান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অনেক সদস্যকে ভয় ভীতি দেখিয়ে অনেক সুপারিশ করতেন। আর সেই সুপারিশের আবদার পূরন না করলেই সেই পুলিশ সদস্যের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারসহ বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারে অভিযোগ করে তাদের হয়রানীও করতেন। 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.