Ex-husband arrested for stabbing wife in Rajshahi Hetemkhan area
রাজশাহী হেতেমখাঁ এলাকায় স্ত্রীকে কুপিয়ে জখমের ঘটনায় সাবেক স্বামী গ্রেফতার

রাজশাহী হেতেমখাঁ এলাকায় স্ত্রীকে কুপিয়ে জখমের ঘটনায় সাবেক স্বামী গ্রেফতার

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন ::   রাজশাহী মহানগরীতে সাবেক স্ত্রীকে কুপিয়ে জখম করার ঘটনায় প্রাক্তন স্বামীকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিট্রন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

 

এসময় আসামির কাছ থেকে জখমে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়। সোমবার (১৮ এপ্রিল দিবাগত) রাত আড়াইটায় হেতেমখাঁ গোরস্থান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. সোহানুর রহমান সোহান (২৮) রাজশাহী মহানগরীর হেতেমখাঁ গোরস্থান গ্রামের সেলিম শেখের ছেলে। ভুক্তভোগী তামান্না সরদার উর্মির (২৩) সাথে ২০১০ সালে আসামি সোহানের বিবাহ হয়। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাজশাহী মেট্রোপলিট্রন পুলিশের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১০ সালে বিবাহের পর হতে আসামির সাথে উর্মির বিভিন্ন কারণে মনোমালিন্য হয়। পরে ২০১৭ সালে সোহানকে তালাক দেয় উর্মি। এরপর থেকে সোহান প্রায় সময় উর্মিকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিতে থাকে।

 

একপর্যায়ে গত ১৭ এপ্রিল রাত ৯টায় উর্মি বোয়ালিয়া থানার নিউমার্কেট থেকে রিক্সায় বাড়ি ফেরার পথে হেতেমখাঁ পাঁচতলা মোড়ে আসামি সোহান তার পথরোধ করে চাকু দ্বারা শরীরে উপর্যুপরি জখম করে। এ ঘটনায় উর্মির পিতা মো. নবাব সরদার বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা করেন।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলার পর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলামের সার্বিক নির্দেশনায় এসআই মো. আবু হায়দার ও তার টিম গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় হেতেমখাঁ গোরস্থান এলাকা থেকে আসামি সোহানকে গ্রেফতার করে।

 

পরে আসামীর দেওয়া তথ্য মতে, হেতেমখাঁ গোরস্থান সংলগ্ন পুকুরে পানির ভিতর হতে জখমের ঘটনায় ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার করা হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.