erdogan_wants_free_palestine
‘ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে মেনে নিতে হবে’ এরদোয়ান

‘ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে মেনে নিতে হবে’ এরদোয়ান

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক সংবাদ | উত্তরবঙ্গ প্রতিদিন :: ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া গাজা সংকটের স্থায়ী সমাধান হতে পারে না বলে উল্লেখ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। 

 

 

১৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে এরদোয়ানের মূল বক্তব্যে ফিলিস্তিন-ইসরায়েল দ্বন্দ্ব প্রাধান্য পেয়েছে। তিনি ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা করেছেন।মঙ্গলবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে ভাষণ দেওয়ার সময়, এরদোয়ান বরাবরের  মতই ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘ইসরায়েল নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করে। তারা দশকের পর দশক ধরে ফিলিস্তিনি ভূখন্ড দখল করে রেখেছে। তারা চুরি, ধ্বংস এবং গণহত্যার নীতি ছেড়ে দেয়নি।’  –  সংবাদ ডেইলি সাবা

 

 

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ‘আজকের এই সংকট ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের ক্রমবর্ধমান দখলদারিত্ব থেকে উদ্ভূত হয়েছে। সমস্যার উৎস না খুঁজলে আমরা সমস্যার সমাধান খুঁজে পাবো না। ইসরায়েল যদি এই অঞ্চলে স্থায়ী শান্তি চায়, তাহলে তার সম্প্রসারণবাদী স্বপ্ন ত্যাগ করা উচিত। তাদের ১৯৬৭ সালের সীমানার উপর ভিত্তি করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে মেনে নেওয়া উচিত।’

 

 

তিনি বলেছেন, ‘একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক উন্নয়ন করতে পারি। এজন্য আমরা সব ধরনের দায়িত্ব নিতে প্রস্তুত আছি।’    

 

 

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে তুরস্ক ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরদোয়ান জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি নিশ্চিত করতে উভয় পক্ষের মধ্যে একটি গ্যারান্টার রাষ্ট্র হিসেবে কাজ করার জন্য প্রস্তুত আছে তার দেশ। তিনি বলেছেন, ‘আমাদের যত তাড়াতাড়ি সম্ভব গাজায় গণহত্যা বন্ধ করতে হবে। আরও রক্তপাত ও অশ্রুপাত প্রতিরোধ করতে হবে।’ 

 

 

 

এরদোয়ান ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থাকে (ইউএনআরডব্লিউএ) সমর্থন করার জন্য বিশ্বের সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি ইউএনআরডব্লিউএ কে রক্ষা করার জন্য বিবেকবান বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি। এই সংস্থাটি জর্ডান, সিরিয়া, লেবানন এবং ফিলিস্তিনের ৬০ লাখের বেশি শরণার্থীদের জীবন বাঁচানোর জন্য প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকে।’  

 

 

আরোও উল্লেখ্য যে, গেল বছরের  ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় গণহত্যা চালিয়ে আসছে ইসরায়েলি সামরিক বাহিনী। ৪ মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ২৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু ছিল।  


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.