Education will be the biggest mega project under the leadership of Sheikh Hasina
শিক্ষা হবে শেখ হাসিনার নেতৃত্বে সবচেয়ে বড় মেগা প্রজেক্ট

শিক্ষা হবে শেখ হাসিনার নেতৃত্বে সবচেয়ে বড় মেগা প্রজেক্ট

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ।। উত্তরবঙ্গ প্রতিদিন ::  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা বলে থাকি যে শিক্ষা দিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। কারণ আমরা যত উন্নতিই করি না কেন যদি শিক্ষার উন্নতি না হয় তাহলে সেই উন্নয়ন টেকসই হবে না। বঙ্গবন্ধু ৭০ সালের নির্বাচনে বলেছিলেন যে শিক্ষায় অন্তত পক্ষে জাতীয় আয়ের ৪ ভাগ বিনোয়োগ করা দরকার। 

 

কারণ শিক্ষা হচ্ছে সর্বশ্রেষ্ট বিনিয়োগ। আমরা এখন পর্যন্ত শতকরা ৩ ভাগের বেশি বরাদ্দ দিতে পারি না।  এখন এত এত মেগা প্রজেক্ট হচ্ছে আমি বিশ্বাস করি শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা হবে আগামি দিনের সবচাইতে বড় মেগা প্রজেক্ট। এবং তার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিবান্ধব, মানবিক মানুষ হবে, দক্ষ, যোগ্য মানুষ হবে। সেই রকমের শিক্ষা ব্যবস্থা আমরা করতে পারবো।

 

আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ বন্দরে নবীগঞ্জ বাগবাড়ি এলাকায় ৪৭ নং লালমিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কদম রাসূল এলাকার কদম শরীফ উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন তিনি। এর পর দুপুর পৌনে ২টায় নারায়ণগঞ্জ চারুকলার ইন্সটিটিউটের ছাত্রাবাসের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন তিনি।

 

দীপু মনি বলেন, ২০১৮ সালের ইশতেহারে আমরা বলেছি শিক্ষার মান বাড়াতে হবে। আমরা যেন শুধু শিক্ষিত বেকার তৈরি না করি। এজন্য কারিগরি শিক্ষাও দিচ্ছি, দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও বাড়িয়েছি। সেখানে কর্মোপযোগী শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। শিক্ষার্থীরা পড়ে পড়ে শিখবে, জানবে, মুখস্ত নয়। তারা যেন সে শিক্ষাটাকে কাজে লাগাতে পারে। নয়তো সেটার কোনো মূল্য নেই। 

 

তারা মূল্যবোধ শিখবে, অসাম্প্রদায়িক মানুষ হবে। মানুষের প্রতি সম্মানবোধ নিয়ে তারা বড় হবে। বৈধ কোনো কাজকে তারা ছোট মনে করবে না। তারাই গড়বে বঙ্গবন্ধুর সোনার বাংলা।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.