ষ্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ, সর্বস্তরের আওয়ামী ও এর কুশীলবদের বিচার এবং দলটিকে নিষিদ্ধের দাবিতে আজ সোমবার বিকালে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে রাজশাহীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। সমাবেশে সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, ‘অবশ্যই এই রাষ্ট্রপতিকে বিচারের আওতায় আনতে হবে। তার এ ধরনের স্টেটমেন্ট দেওয়া মানে আমাদের এই গণঅভুত্থানকে বিতর্কিত করার সমান।
কারণ, আমরা বিজয় মিছিল তখন করেছি যখন তিনি প্রেস ব্রিফিংয়ে এসেছেন এবং বলেছেন শেখ হাসিনার পদত্যাগপত্র তিনি পেয়েছেন। চুপ্পুর মূল্য আমাদের কাছে এক পয়সাও নেই। কিন্তু তাঁর যে পদটা আছে, যে পদে থেকে তিনি এই কথাটা বললেন তার জন্য তাকে বিচারের আওতায় আনতে হবে।
রাষ্ট্রপতিকে হুশিয়ারি দিয়ে সমন্বয়ক আম্মার বলেন, ‘সাহাবুদ্দিন চুপ্পু, আপনি সাবধান হয়ে যান। এটা ’৭১ সাল না। এটা ২০২৪ সাল। এটা মিডিয়ার যুগ। আপনার প্রত্যেকটা কথা মিডিয়ায় যায়। কথাবার্তা হিসাব করে বলতে হবে। আপনার মা, আপনার নানিকে আমরা বিদায় করে দিয়েছি। আপনি কোন খেতের মূলা? আপনাকে বিতাড়িত করতে আমাদের দুই মিনিট সময় লাগবে না। চুপ্পু আপনি আপনার নামের মতো এমনিই চুপ্পুই হয়ে যাবেন। আপনার মামা-দাদারা তো ইন্ডিয়ায় পালিয়ে গেছে, আপনি পালানোরও সুযোগ পাবেন না।
আওয়ামীলীগের রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে সমন্বয়ক আম্মার আরও বলেন, ‘যে দলটা একটা মিথ্যা, ভিত্তিহীন, একটা বানোয়াট কিছু নেতার ওপরে প্রতিষ্ঠিত সেই দলকে আমরা জাতীয় দল হিসেবে স্বীকৃতি দিতে পারি না। যে দল থেকে নির্বাচিত রাষ্ট্রপতির কথা এখন এক রকম পরে আরেক রকম শোনা যায়, সেই দল যে এই বাংলাদেশকে ইন্ডিয়ার কাছে, অ্যামেরিকার কাছে বিক্রি করে দেবে না এর কোন গ্যারান্টি নেই। আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা ও গণঅভুত্থানকে কোনভাবে বিতর্কিত করার একবিন্দু সুযোগ আমরা দেব না।
সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর সমন্বয়ক আব্দুর রহিম বলেন, ‘আগামীকালের মধ্যে যদি রাষ্ট্রপতি পদত্যাগ না করেন, তাহলে অবস্থা হবে হাসিনার মতো। ছাত্র-জনতা যখন জেগেছে, এই চুপ্পু কেন, কোন দালালের অস্তিত্ব থাকবে না।
রাজশাহীতে যদি কোন স্বৈরাচারের দোসর মাথাচাড়া দেওয়ার চেষ্টা করে, তাহলে মাথা মটকে দেওয়া হবে। স্বৈরাচারের দোসররা যদি আবারও বের হওয়ার চেষ্টা করে, এর পরিণাম কিন্তু ভাল হবে না।
রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এটি নগরের মনিচত্বর ঘুরে এসে একই স্থানে শেষ হয়। উক্ত মিছিলে শিক্ষার্থীরা ‘ডাউন, ডাউন চুপ্পু’ এক দুই তিন চার, চুপ্পু তুই গদি ছাড়,’ ‘চুপ্পুর গদিতে, আগুন জ্বালোসহ নানান শ্লোগান দেওয়া হয়।
Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.
Subscribe to get the latest posts sent to your email.