Do you know how much Madonna's heart weighed?
Do you know how much Madonna's heart weighed?

আপনি কি জানেন ম্যারাডোনার হৃৎপিণ্ডের ওজন কত ছিল?

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক রিপোর্ট।। উত্তরবঙ্গ প্রতিদিন :: ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনার হৃৎপিণ্ড অপসারণ করে তাকে কবর দেয়া হয়েছিল। আর্জেন্টাইন ডাক্তার, সাংবাদিক নেলসন ক্যাস্ট্রো সম্প্রতি এই দাবি করেছেন। তার লেখা নতুন একটি বইয়ে এই বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও উল্লেখ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ম্যারাডোনার প্রথম মৃত্যুবার্ষিকী ছিল। গত বছর মাত্র ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন এই ফুটবল আইকন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অদ্ভূত এই দাবি করেন ক্যাস্ট্রো। ৬৬ বছর বয়সি এই ডাক্তার সম্প্রতি ‘লা মেসা দা ওয়ানা ভিয়ালে’ নামের একটি টিভি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেসময় তিনি ম্যারাডোনাকে নিয়ে লেখা তার বই সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ করেন।

বইটির নাম রাখা হয়েছে ‘লা সালুদ দা দিয়েগো: লা ভার্ডাডিরা হিস্টোরিয়া’ (দিয়েগো’স হেলথ: দ্য ট্রু স্টোরি)। এটি ম্যারাডোনার স্বাস্থ্য নিয়ে লেখা হয়েছে। তবে বইটি কবে প্রকাশিত হবে তা জানা যায়নি। ক্যাস্ট্রো জানান, জিমনাসিয়া লা প্লাটা ফুটবল দলের ভক্তদের একটি গ্রুপ কবর খুঁড়ে তার হৃৎপিণ্ড চুরি করার পরিকল্পনা করেছিল। প্রসঙ্গত, মৃত্যুর আগ পর্যন্ত ম্যারাডোনা আর্জেন্টিনার এই ঘরোয়া ক্লাবের ফুটবল কোচ ছিলেন।

তিনি আরো জানান, এই পরিকল্পনার খবর ফাঁস হয়ে গিয়েছিল। ফলে চিকিৎসকরা তার মরদেহ থেকে হৃৎপিণ্ড অপসারণ করতে বাধ্য হন।এছাড়া ম্যারাডোনার মৃত্যুর কারণ নির্ধারণের জন্যও তার হৃৎপিণ্ড অপসারণের প্রয়োজন ছিল বলে উল্লেখ করেন তিনি।

টিভি অনুষ্ঠানে ক্যাস্ট্রো বলেন, মৃত্যুর সময় ম্যারাডোনার হৃৎপিণ্ডের ওজন ছিল প্রায় আধা কেজি। এটি একজন সুস্থ প্রাপ্তবয়ষ্ক পুরুষের হৃৎপিণ্ডের প্রায় দ্বিগুণ ছিল। একজন সুস্থ সবল পুরুষের হৃৎপিণ্ডের স্বাভাবিক ওজন প্রায় ৩০০ গ্রামের মত হয়। তবে ম্যারাডোনার হৃৎপিণ্ড অপসারণের তথ্য কোথা থেকে পেয়েছেন সে বিষয়টি স্পষ্ট করেননি তিনি। কিন্ত জানান, যেসব ডাক্তার তার চিকিৎসায় নিয়োজিত ছিলেন, তাদের সঙ্গে কথা বলেছিলেন তিনি।

ক্যাস্ট্রোর এই দাবি নিয়ে আর্জেন্টিনায় ইতিমধ্যেই তোলপাড় পড়ে গেছে। দেশটির সবগুলো পত্রিকার প্রথম পাতায় এই খবর প্রকাশ করা হয়েছে।


News Source : Netflix / Hungama/ Abplive / indiatimes / Ndtv / bbc / IndiaExpress / 24/7       


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.