dhaka-to-coxs-bazar-train-strat
ঢাকা কক্সবাজার রেলপথের বাণিজ্যিক যাত্রা শুরু

ঢাকা কক্সবাজার রেলপথের বাণিজ্যিক যাত্রা শুরু

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

কক্সবাজার প্রতিনিধি, উত্তরবঙ্গ প্রতিদিন :: শুক্রবার দুপুরে কক্সবাজারের আইকনিক রেলস্টেশন থেকে ১ হাজার ২০ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে কক্সবাজার এক্সপ্রেস। দেশের সবচেয়ে দক্ষিণাঞ্চলের শহর কক্সবাজারের সাথে দেশের রাজধানী ঢাকার সরাসরি রেল যোগাযোগ স্থাপন করেছে।

 

 

ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেনের যাত্রাকাল ৮ ঘণ্টা ১০ মিনিট। ট্রেনটি প্রতিদিন ২ বার ঢাকা ও কক্সবাজারের মধ্যে চলাচল করবে। প্রথম ট্রেনটি ঢাকা থেকে সকাল ৯টায় ছেড়ে যাবে এবং কক্সবাজার পৌঁছাবে বিকেল ৫টায়। দ্বিতীয় ট্রেনটি ঢাকা থেকে রাত ৯টায় ছেড়ে যাবে এবং কক্সবাজার পৌঁছাবে সকাল ৭টায়।

 

ট্রেনের ভাড়া নির্ধারণ করা হয়েছে নিম্নরূপ

ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ৬৯৫ টাকা
এসি চেয়ারের ভাড়া ১ হাজার ৩২৫ টাকা
এসি সিটের ভাড়া ১ হাজার ৫৯০ টাকা
এসি বার্থের ভাড়া ২ হাজার ৩৮০ টাকা

 

রেলপথ চালুর ফলে কক্সবাজারের পর্যটন ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। পর্যটকরা ঢাকা থেকে সরাসরি ট্রেনে করে কক্সবাজারে যেতে পারবেন, ফলে পর্যটনের চাহিদা বৃদ্ধি পাবে। এছাড়াও, রেলপথের মাধ্যমে কক্সবাজারের স্থানীয় পণ্যসামগ্রী সহজেই দেশের অন্যান্য অঞ্চলে পরিবহন করা যাবে, ফলে অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে।

 

 

রেলসচিব মো. হুমায়ুন কবীর বলেন, কক্সবাজারের প্রথম ট্রেন যাত্রায় ১ হাজার ২০ যাত্রী ইতিহাসের সাক্ষী হলেন। এতে কক্সবাজারের পর্যটনসহ ব্যবসা-বাণিজ্যে চাঙাভাব ফিরে আসবে। ট্রেনের চাহিদা দ্রুত বাড়ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ইতিমধ্যে আগামী ১০ দিনের টিকিট অগ্রিম কাটা হয়ে গেছে। সংকট নিরসনে ট্রেনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা ও সেবার মান বাড়ানোর চেষ্টা চলছে।

 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.