desecration-of-the-quran-in-Sweden.jpg
সুইডেনে কোরআন অবমাননায় ফুঁসে উঠেছে মুসলিম বিশ্ব

সুইডেনে কোরআন অবমাননায় ফুঁসে উঠেছে মুসলিম বিশ্ব

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক রিপোর্ট, উত্তরবঙ্গ প্রতিদিন:: পবিত্র ঈদুল আজহার  দিনে সুইডেনের স্টকহোম শহরের কেন্দ্রীয় মসজিদের বাইরে কোরআন পোড়ানোর ঘটনায় মুসলিম দেশগুলো ইতিমধ্যে কড়া নিন্দা জানিয়েছে। এর মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ মুসলিম বিশ্বের সকল দেশ এর তীব্র নিন্দা জানিয়েছে।

 

 

তুর্কী টেলিভিশনে দেওয়া ভাষণে এরদোয়ান বলেন, ‘আমরা শেষ পর্যন্ত অহংকারী পশ্চিমাদের শিখিয়ে দেবো মুসলমানদের অপমান করা মুক্তচিন্তার স্বাধীনতা নয়। ‘সন্ত্রাসী সংগঠন ও ইসলামোফোবিয়ার বিরুদ্ধে একটি দৃঢ় বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমরা সম্ভাব্য সবচেয়ে জোরালোভাবে আমাদের প্রতিক্রিয়া দেখাব।’

 

 

এদিকে কোরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে ইরাকের রাজধানী বাগদাদের সুইডিশ দূতাবাসে এক দল লোকের জোর করে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের একজন ক্ষমতাধর ধর্মীয় নেতা মোকতাদা আল-সদর এর প্রতিবাদ জানানোর ডাক দেন। এ নিয়ে গত বৃহস্পতিবার রাজধানী বাগদাদে সুইডিশ দূতাবাসের সামনে একদল লোক জড়ো হয়।

 

ছবিতে কোরান অবমাননাকারী শাওল মোমিক
ছবিতে কোরান অবমাননাকারী শাওল মোমিক

এদিকে সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশের ঢাকাস্থ দেশটির দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

 

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। মরক্কো ও জর্ডান এ ঘটনার প্রতিবাদে স্টকহোম থেকে তাদের রাষ্ট্রদূতদের দেশে ফিরে আসতে বলেছে।ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, গত বুধবার স্টকহোম শহরের কেন্দ্রীয় মসজিদের বাইরে কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয় এক ব্যক্তি। তার নাম সালওয়ান মোমিকা এবং সে সুইডেনে বসবাসরত একজন ইরাকি।

 

এ নিয়ে সুইডেনের কর্তৃপক্ষ বলছে, সালওয়ান মোমিকাকে দেশের মতপ্রকাশের স্বাধীনতা সংক্রান্ত আইনের আওতায় মসজিদের বাইরে প্রতিবাদ করার অনুমতি দেওয়া হয়েছিল। তবে কোরআন পোড়ানোর ঘটনা ঘটার পর পুলিশ বলছে, তারা এখন ঘৃণা উস্কে দেবার দায়ে ঘটনাটির তদন্ত করছে।

 

 

 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.