demand-that-the-accused-in-the-soni-murder-case-be-brought-to-justice-immediately
সনি হত্যা মামলার আসামিদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি

সনি হত্যা মামলার আসামিদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন ::  রাজশাহী মহানগরীর চাঞ্চল্যকর সনি হত্যা মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করে সব আসামিদের অবিলম্বে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। আজ সোমবার (১৮ জুলাই) সকালে স্থানীয় এলাকাবাসী আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়।

 

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরের শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বরে স্থানীয় এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে নিহত সনির পরিবারের সদস্যরাও ছিলেন। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সনির বাবা রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি রফিকুল ইসলাম পাখি বলেন, ‘কম সময়ের মধ্যে আমার ছেলে হত্যার আসামিদের গ্রেপ্তার করায় আমি প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। তবে এখনও অনেক আসামি পলাতক রয়েছে। তাদেরও অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এছাড়া গ্রেপ্তারকৃতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এছাড়া রাজশাহীতে কিশোর গ্যাং ও এমন ভয়ঙ্কর ঘটনা বন্ধে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি অনরোধ জানাচ্ছি।’

 

 

 

এদিকে রাজশাহীর চাঞ্চল্যকর সনি হত্যা মামলার প্রধান আসামি মঈন ওরফে আন্নাফসহ আরও তিনজনকে এরইমধ্যে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার প্রতাপ গ্রামের মেজবাহ উদ্দিন আহমেদ বিদ্যুৎ নামের এক ব্যক্তির বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সনি হত্যার পর তারা আত্মগোপনে চলে যায় এবং দেশের বাইরে পালানোর চেষ্টা করছিল। তবে তার আগেই গত ৭ জুলাই কুড়িগ্রাম থেকে র‌্যাব-৫ এর সদস্যরা তাদের গ্রেপ্তার করে রাজশাহী নিয়ে আসে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- সনি হত্যা মামলার প্রধান আসামি মো. মঈন ওরফে আন্নাফ (২০), তার মা মোসা. বিথী (৩০) ও তাদের সহযোগী হাবিবা কুমকুম ওরফে সাবা ঐশী ওরফে টিকটক ঐশী (১৯)। হাবিবা কুমকুম ওরফে টিকটক ঐশী এ ঘটনার নেপথ্যে ছিল নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এর আগে গত ৬ জুলাই একই মামলায় শাহী (১৯) নামের একজনকে ঢাকা মহানগরীর শ্যামলী থেকে এবং রাহিম (১৯) নামের একজনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে র‌্যাব-৫। এছাড়া সর্বপ্রথম গত ৫ জুলাই আনিম (১৮) নামে অপর এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

 

 

উল্লেখ্য, গত ৩ জুলাই সনিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ওইদিন ছিল সনির জন্মদিন। নিহত সনি এসএসসি পরিক্ষার্থী ছিল বলে জানা গেছে।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.