থানা প্রতিনিধি,উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীতে থার্টি ফার্স্ট নাইটে অতিরিক্ত মদ্যপান করায় আছাদুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ রবিবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।
জানা গেছে, মৃত আছাদুল ইসলাম রাজশাহীর কাটাখালীর সমসাদিপুর এলাকার আকালু মণ্ডলের ছেলে। অতিরিক্ত মদ্যপান করায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে আরও দুই যুবক চিকিৎসাধীন অবস্থায় ছিল।
পুলিশ জানিয়েছেন, আছাদুল ইসলাম থার্টি ফার্স্ট নাইটে অতিরিক্ত মদ্যপান করেন।
পরে সে শনিবার রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সর্বশেষ ভোর ৪টার দিকে ওই যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানিয়েছেন, থার্টি ফার্স্ট নাইটে অতিরিক্ত মদ্যপান করায় আছাদুল ইসলাম নামে এক যুবক রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
………………………………
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com