gazipur-couple-dead
গাজীপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

গাজীপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

থানা প্রতিনিধি, উত্তরবঙ্গ প্রতিদিন :: গাজীপুরের কালীগঞ্জে বসতঘর থেকে একই শাড়িতে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।  বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে ময়নাতদন্তের পর নিজ এলাকা উত্তরগাঁওয়ে তাদের দাফনও সম্পন্ন হয়েছে। জানা গেছে, নিহত ওই দম্পতি হলেন উপজেলার উত্তরগাঁও এলাকার ঈমান আলী (৩৫) ও মিনজু আক্তার (২০)।  মিনজুর বাবার পরিবারের লোকজনের দাবি, পুলিশ ইমান আলীর বিরুদ্ধে আগে থেকে কোন ব্যবস্থা নিলে এই করুন পরিণতি হতো না।

 

 

নিহত ইমান আলীর পরিবারের লোকজন উত্তরবঙ্গ প্রতিদিনকে জানান, সকালে তারা ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকজন ডাকাডাকি করেন। এতে কোনো সাড়া না পেয়ে ঘরের দরজার ধাক্কা দিলে তা খোলা অবস্থায় পাওয়া যায়। তখন দম্পতির ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদের দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

 

একই গ্রামের নিহত মিনজু আক্তারের বাবার পরিবারের লোকজনের দাবি, মিনজুকে নির্যাতন করে হত্যার পর তার স্বামী আত্মহত্যা করেছে। মিনজুকে নিয়মিত নির্যাতন করা হতো। পুলিশে বারবার অভিযোগ দেওয়াও হয়েছে। পুলিশ কঠোর ব্যবস্থা নিলে হয়তো তাকে এখন হত্যা করা হতো না।

 

 

গাজীপুরের কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) যুবায়ের হাসান উত্তরবঙ্গ প্রতিদিনকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে গলায় ফাঁস দিয়ে তারা আত্মহত্যা করেছেন। সুরতহালে মিনজু আক্তারের মরদেহের পিঠে জখমের অনেক দাগ দেখা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাদের মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।


NewsSource: Ref:  BSS  UP   PNS  BNA  UNB   dbcnews   Google News  Yahoo news   Bing news 

উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.