Rajshahi-League-leader-Dablu-Sarkar-obscene-video
রাজশাহী মহানগর আওয়ামীলীগ নেতার অশ্লীল ভিডিও নিয়ে ধুম্রজাল

রাজশাহীতে মানববন্ধনে হামলার ঘটনার নেপথ্যের কারন কি?

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন ::  রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের বহিষ্কারের দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।  ‘সচেতন রাজশাহীবাসী’র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই হামলায় নেতৃত্ব দেন ডাবলু সরকারের ভাই মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ সরকার সেডু। এসেছিলেন আরেক ভাই মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকারও। এছাড়া হামলায় অংশ নেন রাজশাহী মহানগরীর ১২ নম্বর ওয়ার্ডের কতিপয় কর্মীসহ  ৩০ থেকে ৪০ জন । তবে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কোন নেতা কিংবা কর্মী উপস্থিত ছিলেন না ।

 

 

 

মানববন্ধনের ব্যানারে লেখা ছিল, ‘ডাবলু সরকারের নোংরা ভিডিও রাজনীতিতে অশনি সংকেত ও সমাজের জন্য বিপদজনক। অবিলম্বে ডাবলু সরকারকে রাজনীতি থেকে অপসারণ করতে হবে।’ মানববন্ধন শুরুর পর হামলাকারীরা ব্যানার ছিনিয়ে নিয়ে যায়। শুরু হয় ধাক্কাধাক্কি। একপর্যায়ে ধাওয়া দিয়ে মানববন্ধনে অংশ নেওয়া নারী-পুরুষকে সরিয়ে দেওয়া হয়। এ সময় ফুল বিক্রেতার টব নিয়েও ধাওয়া দিতে দেখা যায় হামলাকারীদের। 

 

 

যেভাবে জিরো পয়েন্ট দখলে নেন ডাবলু সরকারের ভাই জেডু ও সেডু সরকার

 

এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশদের লক্ষ্য করে ডাবলু সরকারের ভাই সেডু সরকার বলেন, ‘রাজশাহী মহানগর আওয়ামীলীগের সেক্রেটারির বিরুদ্ধে মানববন্ধন হচ্ছে আর আপনারা কী করছেন? উক্ত সময় মানববন্ধনে অংশগ্রহণকারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন সেডু সরকারসহ তার সঙ্গী সাথীরা।  এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীদের হুমকি ও হাতাহাতির এক পর্যায়ে মানববন্ধনকারীদের  সরিয়ে দিয়ে জিরো পয়েন্টে অবস্থান নেন ডাবলু সরকারের দুই ভাই  জেডু এবং সেডুসহ তাদের অনুসারীরা। ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন মানববন্ধনে হামলাকারীদেও  সরিয়ে দেন। 

 

উল্লেখ্য যে, এর আগে, সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ মানববন্ধনে কয়েকজন বক্তব্য দেন। গত ১৭ ফেব্রুয়ারি ছড়িয়ে পড়া একটি আপত্তিকর ভিডিওকে কেন্দ্র করে এই মানববন্ধন ডাকা হয়েছিল। ওই ভিডিওতে ডাবলু সরকারের মুখ দেখা যাচ্ছে। ভিডিওটি দেখে মনে হচ্ছে, ডাবলু সরকার ভিডিও কলে কথা বলছেন। পরে বিবস্ত্র অবস্থায় অশালীন কাজ করতে দেখা যাচ্ছে। ডাবলু সরকার দাবি করেছেন, ভিডিওতে থাকা ব্যক্তির মুখ তার। 

 

তবে রাজশাহী অঞ্চলের বিশিষ্ট রাজনীতিবিদ ও আইনজীবী আবু রায়হান মাসুদ উত্তরবঙ্গ প্রতিদিনকে  বলেন, ‘যখন রাজশাহীকে এই দেশের শ্রেষ্ঠ মহানগরী হিসাবে দাঁড় করানো গেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুরো দেশ এগিয়ে যাচ্ছে, তখন কতিপয় হাইব্রিড দুষ্টু নেতার নৈতিক স্খলনের ভিডিও চিত্রকে আমরা অভিনন্দন তো জানাতে পারি না। এই বছর জাতীয় নির্বাচনের বছর। এই বছর এখানে সিটি নির্বাচনও হবে। কাজেই ডাবলু সরকারের এহেন অনৈতিক কর্ম জনমনে যে প্রভাব ফেলছে তা অপূরনীয় । কাজেই প্রতিকারে যেতে হবে। এমন ব্যক্তিকে গ্রহণ করতে  রাজশাহীবাসী প্রস্তুত নয়। আমরা আশা করব, আগামীকাল কাল থেকে আওয়ামী লীগের সকলেই এই ডাবলু সরকারের শাস্তি চেয়ে রাজপথে নেমে আসবে।’

 

ডাবলু সরকারের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার দুই সপ্তাহ পরেও কেন তাকে বহিষ্কার করা হচ্ছে না প্রশ্ন তুলে অন্য বক্তারা বলেন,  আমরা যোগাযোগ করব দলের কেন্দ্রীয় নেতা এস এম কামালের সাথেও। আমরা আবার আগামীকাল জিরো পয়েন্টে সব পেশার মানুষকে নিয়ে একত্রিত হয়ে মানববন্ধন করবো।’

 

 

এ ঘোষণার পরেই হামলার ঘটনা ঘটে। তখন আইনজীবী মাসুদ বলেন, ‘এই নাও বসলাম। মারো, আমাকে মারো। আমরা আওয়ামী লীগ করি না? মারো দেখি। মারো আমাকে মারো। আমি অ্যাডভোকেট আবু রায়হান মাসুদ। মারো দেখি মারো।’ তারপর অবশ্য পুলিশ হামলাকারীদের সরিয়ে দেয়। মাসুদ বলেন, ‘গুরুত্বপূর্ণ পদে থাকা নেতার এমন নৈতিক স্খলন মেনে নেওয়া যায় না। আমাদের কষ্ট দেয়। লজ্জায় মুখ দেখাতে পারি না। তাই রাস্তায় নেমেছি।’

 

 

অন্যদিকে রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া জোনের উপ-কমিশনার আরেফিন জুয়েল বলেন, ‘যারা মানববন্ধন করছিলেন, তারা ভালভাবেই চলে গেছে। তাদের আক্রমণ করতে পারেনি।’ মানববন্ধনের অনুমতি ছিল কি না জানতে চাইলে ডিসি আরেফিন জুয়েল বলেন, ‘এখানে তো প্রায়ই ছোটখাট মানববন্ধন হয়। তারা আমাদের জানিয়েছিলেন যে একটা মানববন্ধন করবেন।’ 

 

 

এ সময় সাংবাদিকরা হামলার বিষয়ে জানতে চাইলে –  ডিসি আরেফিন জুয়েল বলেন –  ‘তাহলে তো আপনারাই ভালো জানেন। আপনারা তাহলে সেভাবেই নিউজ করেন।


 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.